

* ভাইয়ের জন্মদিন যে কোনও দিদির কাছেই খুব স্পেশাল। সেই দিন ভাই-বোনের কাটানো সেবা মুহূর্তগুলো মনে করার দিন। ঠিক তেমনই জন্মদিনে পুরনো ছবি পোস্ট করে ভাইকে শুভেচ্ছা জানালেন সারা। ছবি: ইনস্টাগ্রাম।


* নবাবের বংশধর তাঁরা ৷ সইফ আলি খান আর অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খান এবং পুত্র ইব্রাহিম আলি খান৷ আজ ইব্রাহিমের জন্মদিনে ভাইয়ের সঙ্গে নেই সারা। পরবর্তী ছবি 'আতরঙ্গি রে'-এর শুটিংয়ের জন্য বাড়িতে নেই তিনি। ছবি: ইনস্টাগ্রাম।


* কিন্তু ভাইয়ের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি সারা। মা এবং ভাইয়ের সঙ্গে মলদ্বীপে কাটানো একান্ত কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম।


* সারা লিখেছেন, "Happiest birthday Brother I love you more than you know and am missing you lots today!! Wish I was with you #tbt." ছবি: ইনস্টাগ্রাম।


* এমনিতে বেশিরভাগ সময়ই এথনিক, ট্র্যাডিশনাল পোশাকেই দেখা যায় তাঁকে ৷ তবে সাহসী পোষাকেও যথেস্ট স্বচ্ছন্দ তিনি। নানা সময়ে স্বচ্ছ নীল জলে ‘বিকিনি বেব’ সারাকে দেখে চোখ ফেরাতে পারেননি নেটিজেনরা। ছবি: ইনস্টাগ্রাম।


* অত্যন্ত অল্প সময়েই বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন সইফ আলি খান ও অমৃতা সিং-এর মেয়ে সারা আলি খান ৷ সারা আলি খানের বিকিনি পরা ছবি এখন খবরের শিরোনামে রয়েছে ৷ ছবি: ইনস্টাগ্রাম।