

বলিউড সুপারস্টার সলমন খানের আজ ৫৫ তম জন্মদিন ৷ জনপ্রিয় অভিনেতার জন্মদিনে অনুরাগীদের মনে নানা রঙের সঞ্চার ঘটেছে ৷ এইবার তিনি পানভেল ফার্ম হাউজে কেক কেটে জন্মদিন পালন করেছেন ৷ সলমন তাঁর বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নোটিস আগেই দিয়েছিলেন যাতে ভক্তরা কোনও ভাবেই বিভ্রান্ত না হন ৷ তাই সলমনের ঘরের বাইরে যাতে অপ্রত্যাশিত ভিড় না হয় সেই বিষয়েই ভক্তদের তিনি অনুরোধ করেছিলেন ৷ এর এক এবং একমাত্র কারণ করোনা সংক্রমণ ৷ ছবি সৌজন্যে বিরল ভয়ানি ৷


পরিবারের সদস্যদের সঙ্গে পানভেল ফার্ম হাউজে জন্মদিন পালন করেছিলেন বলিউডের সুপারস্টার ৷ ছবি সৌজন্যে বিরল ভয়ানি ৷


তাঁর জন্মদিন পালনের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ কেক কেটে শুভ মুহূর্ত পালন করেছেন তিনি ৷ ছবি সৌজন্যে বিরল ভয়ানি ৷


এই ছবিতে সাদা শার্ট ও নীল জিন্স পরেছিলেন তিনি ৷ তাঁর জন্মদিনের ছবি ভক্তদের মাঝে সুপার ভাইরাল হয়েছে ৷ ছবি সৌজন্যে বিরল ভয়ানি ৷