

• মা হতে চলেছেন বেবো । দ্বিতীয়বার সন্তানের জন্ম দেবেন ৩৯ বছরের করিনা কাপুর খান । গত সপ্তাহেই সুখবরটি জানিয়েছেন তিনি । নতুন সদস্যের আগমণের অপেক্ষায় এখন দিন গুণছে পতৌদি পরিবার ।


• এই নিয়ে চতুর্থবার বাবা হতে চলেছেন সইফ । খুবই খুশি ছোটে নবাব । সারা, ইব্রাহিম, তৈমুরের পর এখন নতুন সদস্যের জন্য প্রতীক্ষা করছেন সইফ । প্রতীকী চিত্র ।


• জানা গিয়েছে, ২০২১-এর মার্চে সন্তানের জন্ম দেবেন করিনা । এখন তাঁর মাস পাঁচেকের গর্ভাবস্থা চলছে । প্রতীকী চিত্র ।


• তবে সইফ আলি খান নাকি সিদ্ধান্ত নিয়েছেন দ্বিতীয় সন্তান আসার পর স্ত্রী করিনা ও দুই সন্তানকে নিয়ে বাড়ি ছাড়বেন তিনি ।


• নাহ, ভুল ব্যখ্যা করবেন না । কোনও অশান্তি বা পারিবারিক বিবাদের জন্য নয় । সকলকে নিয়ে সইফ এবার পতৌদি হাউজে থিতু হতে চান ।


• সইফের পৈতৃক ভিটে পতৌদি প্যালেসে তাঁরা প্রায়ই আসেন । গ্রাম্য পরিবেশ, প্রকৃতির সান্নিধ্য উপভোগ করেন চেটেপুটে । তৈমুরও এই পরিবেশ খুবই ভালবাসে । তাই পাকাপাকিভাবে এখানেই থাকতে চান ছোটে নবাব ।