

• মা হলেন করিনা কাপুর খান । পতৌদি পরিবারে এল খুশির হাওয়া । শনিবার রাতে মুম্বইয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ন’মাসের গর্ভবতী বেবো । রবিবার অর্থাৎ ২১ ফেব্রুয়ারি সকালে দ্বিতীয় সন্তানের মা হন তিনি ।


• ২০২০-র অগাস্ট মাসে নতুন সদস্য আসার খবর প্রকাশ্যে এনেছিলেন করিনা ও সইফ । ২০১৬ সালে জন্ম হয়েছিল তাঁদের প্রথম সন্তান তৈমুর আলি খান পতৌদির । জন্মের পর থেকেই পাপারাৎজিদের নয়নের মণি ছোট্ট টিম ।


• তবে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে আর আগের মতো ভুল করেননি সইফ-করিনা । কড়া নিরাপত্তার মধ্যে ঘিরে রেখেছেন নিজেদের । এক ঝলকের জন্যও সামনে আসেননি করিনা বা তাঁর সদ্যোজাত সন্তান । কোনও ছবিও শেয়ার করা হয়নি ।


• বিরাট-অনুষ্কাও তাঁদের সদ্যোজাত কন্যা সন্তান ভামিকার ক্ষেত্রে এই একই পন্থা নিয়েছিলেন । ছোট বয়স থেকেই সেলিব্রিটি তকমা পাওয়া অথবা পাপারাৎজিদের ঘেরাটোপে থাকার এই অভ্যাস থেকে সন্তানদের মুক্তি দিতে চাইছেন সেলেব বাবা-মায়েরা ।


• হাসপাতাল থেকে আজই ছাড়া পেয়েছেন করিনা । ছোট্ট সদস্য’কে নিয়ে তিনি ফিরে গিয়েছেন তাঁদের নতুন বাড়িতে । কিন্তু একবারের জন্যও সংবাদমাধ্যমের সামনে আসেননি । কড়া নিরাপত্তার ঘেরাটোপে গোটা রাস্তাটা পাড়ি দিয়েছেন বেগমজান ।