অনুরাগের পরিচালনায় তৈরি এই ছবির সময়ে নিজেই জানিয়েছিলেন কত শক্ত ছিল রোলটি ৷ তাতে পরিচালাকা তাঁকে দারুণ সাহায্য করেছিলেন . পাশাপাশি এই ছবির ক্যামেরায় ছিলেন ঋতাভরীর মা ৷ তাই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে অসুবিধা হলেও তা পরে কাটিয়ে নেন বাঙলার এই প্রতিভাশালী অভিনেত্রী ৷ Photo Courtesy- Ritabhari Chakravarty/ Instagram Handle