

রিচা চড্ডা বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন৷ সোমবার তিনি মানহানির মামলা দায়ের করেছেন পায়েল ঘোষের বিরুদ্ধে৷ পায়েল ঘোষ অভিযোগ করেছিলেন ২০১৩ সালে অনুরাগ কাশ্যপ তাঁকে ধর্ষণ করেছিল৷ এই মামলায় কোনও কারণ ছাড়াই রিচা চড্ডা-র নাম টেনে আনা হয়েছে এই অভিযোগ করেন বলি অভিনেত্রী৷ আর সেখান থেকেই তিনি পায়েল ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন৷ তিনি জানিয়েছেন এই অভিযোগ মিথ্যা, অহেতুক ও উদ্বেগজনক৷ Photo- File


চাড্ডা তাঁর মামলায় ফিল্ম সমালোচক কমল আর খান, টিভি চ্যানেল ABN Telugu -র থেকে ১.১ কোটি টাকা দাবি করেছেন৷ তাঁর সম্মান নিয়ে ছিনিমিনি খেলার জন্য তিনি এই মানহানির মামলা দায়ের করেছেন৷ পায়েল ঘোষ অভিযোগ করেছিলেন সাত বছর আগে কাশ্যল তাঁকে রেপ করেছিল৷ তিনি অভিযোগ করেছিলেন, রিচা চাড্ডা, হুমা কুরেশি, মাহি গিলের মতো অভিনেত্রীরা তাঁকে বিভিন্ন ধরণের সুবিধা দেন৷ তাঁর সাফ বক্তব্য ছিলে এই অভিনেত্রীদের কাছে নিজের যৌন লিপ্সা মেটনোর সুযোগ পান অনুরাগ৷Photo- File


এদিকে সংবাদ সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে ডিরেক্টর অনুরাগ কাশ্যপ সমস্ত অভিযোগকে ভিত্তিহীণ বলে জানিয়েছেন৷ তিনি জানিয়েছিলেন সমস্ত অভিযোগ সর্বাত্মক মিথ্যা৷ সিঙ্গল বেঞ্চের বিচারপতি অনিল কে মেনন চাড্ডা-র আবেদন শোনেন৷ তবে যাঁদের বিরুদ্ধে অভিযোগ সেই পক্ষের কেউ বা আইনজীবীরা আসেননি৷ বিচারপতি চাড্ডাকে জানিয়েছেন সকলকে মেল করে বিষয়টি জানাতে৷ হাইকোর্টে বুধবার ফের এই মামলা উঠবে৷Photo- File


এদিকে পায়েল ঘোষ -যিনি অনুরাগের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন তিনি জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মার সঙ্গে দেখা করেন৷ এদিকে তিনি সেই সময়েই সংবাদ সংস্থাকে রিচা চড্ডার দায়ের করা মানহানি মামলা প্রসঙ্গেও মুখ খোলেন৷Photo- File


তিনি জানিয়েছেন , ‘আমার রিচা চড্ডার সঙ্গে কোনও লেনদেন নেই৷ আমি ওঁকে কোনও অসম্মান করিনি৷ এই কেস কী বিষয়ে তা নিয়ে আমার কোনও ধারণা নেই৷ আমি শুধু সেটাই বলেছি যা মিস্টার কাশ্যপ আমায় বলেছেন ৷ এটা আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গী নয়৷ তাই এই মানহানির মামলার ভিত্তি নেই৷ তাও যদি উনি বলেন তাহলে তাঁর সঙ্গে সামনাসামনি এই বিষয়ে কথা বলে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেব৷ ’ এদিকে পায়েল এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে তাঁর জন্য ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা চেয়েছেন৷ Photo- File