

মুম্বইয়ের বাইকুল্লা জেলে ২৮ দিন কাটানোর পর বম্বে হাইকোর্টের রায়ে বুধবার জামিন পেলেন মাদক কান্ডে অভিযুক্ত রিয়া চক্রবর্তী! জেল থেকে সোজা বাড়িতেই ফেরেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া।


এতদিন বাদে মেয়েকে দেখে ভেঙে পড়েন রিয়ার মা সন্ধ্যা চক্রবর্তী। জানান, যেদিন থেকে তাঁর দুই সন্তান রিয়া ও শৌভিক গ্রেফতার হয়েছেন, তিনি একদিনও ঠিক করে খেতে পারেননি! ছেলে- মেয়ে জেলে মাটিতে শুয়ে, এই ভেবে একদিনও নিজে খাটে ঘুমাতে পারেননি। মাঝরাতে উঠে বসে থাকতেন... ভয় হত, আগামিকাল তাঁর পরিবারের সঙ্গে কী হতে চলেছে!


রিয়ার মা সন্ধ্যা চক্রবর্তী স্বীকার করেন, রিয়া ও শৌভিক গ্রেফতার হওয়ার পর তিনি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। টাইম অফ ইন্ডিয়া-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, '' যে যন্ত্রণার মধ্যে দিয়ে রিয়াকে যেতে হল, ও কীভাবে এই ক্ষত সারিয়ে উঠবে? তবে রিয়া একজন প্রকৃত 'ফাইটার', ওকে শক্ত থাকতে হবে!' তিনি আরও বলেন, '' রিয়াকে থেরাপি সেশনে দেব যাতে তাড়াতাড়ি ও এই ট্রমা থেকে বেরিয়ে আসতে পারে।''


সন্ধ্যা চক্রবর্তী জানান, বাড়ি ফিরে রিয়া মা- বাবাকে বলেন শক্ত থাকতে। রিয়ার ভাষায়, '' মা- বাবা তোমাদের দুখি লাগছে কেন? তোমাদের শক্ত থাকতে হবে, এই লড়াইটা লড়তে হবে!''


একদিকে রিয়ার মা স্বস্তি পেয়েছেন, মেয়ে জেল থেকে বেরিয়েছে, অন্যদিকে তাঁর মাথায় দুশ্চিন্তা, '' এখনও তো শেষ হল না!'' তাঁর ভাষায়, '' আমার পরিবারকে শুধু কোনঠাসাই করা হল না, ধ্বংস করে দেওয়া হল। আমি আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছিলাম! পরবর্তীতে থেরাপি সেশনের মাধ্যমে স্বাভাবিক হই! আমি খালি এটা ভেবেই শক্ত থাকি যে আমাকে আমার সন্তানদের জন্য বেঁচে থাকতে হবে, সুস্থ থাকতে হবে! ওদের আমাকে প্রয়োজন।''