

▪️মুম্বই ১৪ জুন খবর আসে সুশান্তের মৃত্যুর৷ সঙ্গে সঙ্গে রিয়া ছুটে যান কুপার হাসপাতালের মর্গে৷ সুশান্তের নিথর দেহ দেখে তিনি বলেন সরি বাবু, এবং ছুঁয়ে যান সুশান্তের পা৷ সরি বলেছিলাম কারণ আমি দুঃখপ্রকাশ করেছিলাম৷ প্রিয়জনের এভাবে অকালে মৃত্যুতে তো দুঃখই হয়৷ বলছেন রিয়া৷ তিনি আরও বলেন...


▪️সুশান্তের দেহ আমার সামনে ছিল৷ ওর পা ছুঁয়েছিলাম কারণ যে কোনও ভারতীয় এর গুরুত্ব বুঝতে পারবেন৷ ওকে আমি শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম৷ মাত্র ৩ সেকেন্ডের জন্য শেষ দেখা দেখেছিলাম সুশান্তকে৷ বন্ধুরা বলেছিল আমায় বাইরে অপেক্ষা করতে৷ বলা হয়েছিল যে, দেহ ভ্যানে তোলা হবে, মাত্র ৩ সেকেন্ড সময় রয়েছে৷


▪️শেষবার সরি বলব না তো কী বলতাম? সোজা প্রশ্ন রিয়ার৷ ওকে বলতাম যে তোমার মৃত্যু একটা উপহাস হয়ে দাঁড়িয়েছে! লোকে তোমার কাজ মনে রাখছে না, মনে রাখছে না তোমার বুদ্ধিমত্তা বা সমাজসেবার কথা৷ এগুলোতেও লোকে কুৎসা খুঁজছে! এমনই বক্তব্য রিয়ার৷


▪️তবে রিয়ার এই সাক্ষাৎকার নিয়েও নানা মন্তব্য উঠে আসছে৷ যে সর্বভারতীয় চ্যানেলে এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে, তাকে নিয়েও উঠেছে নিন্দার ঝড়৷


▪️সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে তাঁর প্রেমিকা রিয়াকে নিয়ে নানান অভিযোগ উঠে এসেছে৷ সুশান্তের টাকা লোপাট, কালা জাদু থেকে সুশান্তকে জোর করে মাদক দেওয়া, গুরুতর অভিযোগ রয়েছে রিয়ার বিরুদ্ধে৷ তদন্ত চলছে৷ তার মাঝেই এক সাক্ষাৎকার দিলেন রিয়া৷ যাতে নিজের পক্ষে বেশ কিছু বক্তব্য তুলে ধরেন তিনি৷