

অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো৷ অভিযোগ, রিয়া সুশান্ত সিং রাজপুতকে মাদক সরবরাহ করতেন৷ শেষ পর্যন্ত এই বিষয়ে মুখ খুললেন সুশান্তের বান্ধবী৷


CNN-News18-কে দেওয়া একটি সাক্ষাৎকারে রিয়া দাবি করেছেন, 'আমি কখনও ড্রাগ নিইনি৷ প্রয়োজনীয় রক্ত পরীক্ষার জন্যও আমি তৈরি৷ কিন্তু সুশান্ত মারিজুয়ানা নিত৷ আমার সঙ্গে পরিচয়ের আগেই ও এসবে আসক্ত হয়ে পড়েছিল৷ আমি শুধু ধীরে ধীরে ওর ড্রাগ নেওয়ার পরিমাণ কমানোর চেষ্টা করেছিলাম৷ এমন কি, ওর ম্যানেজার শ্রুতি মোদির সঙ্গে আমার একটি চ্যাটও আছে, যেখানে কীভাবে সুশান্তের মারিজুয়ানা সেবনের পরিমাণ কমানো যায়, তা নিয়ে আমরা আলোচনা করেছি৷'


রিয়ার আরও দাবি, তিনি সুশান্তকে কোনও ওষুধ খেতে বলেননি৷ অভিনেত্রী বলেন, 'যে পাঁচজন চিকিৎসক সুশান্তকে দেখতেন, কেন তাঁদের ডেকে পাঠানো হচ্ছে না? ওর বান্ধবী হিসেবে আমি শুধু ওকে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিতাম৷ এটা কি কোনও অপরাধ? 'কেদারনাথ'-এ অভিনয়ের সময় থেকে সুশান্ত ওষুধ খেত৷ সুশান্তের চিকিৎসার জন্য অ্যান্টি-সাইকোটিক ড্রাগ দেওয়া হয়েছিল৷ কোনও দিন সুশান্তের থেরাপি সেশনে আমি থাকতাম না৷'


রিয়ার আরও দাবি, সুশান্তের পরিবার যা যা অভিযোগ করছে, সে সবই ভিত্তিহীন৷ গোটা বিষয়টিই সিবিআই, ইডি এবং এনসিবি-র উপরে ছেড়ে দেওয়া উচিত৷