

• সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রথমবার মিডিয়ার মুখোমুখি রিয়া চক্রবর্তী । বৃহস্পতিবার, সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি । আর সেই সাক্ষাৎকারেই একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন এই মামলার মূল অভিযুক্ত ‘জলেবি’ নায়িকা রিয়া ।


• একাধিক চাঞ্চল্যকর দাবির মধ্যে, গতকালের ওই সাক্ষাৎকারে রিয়া এও বলেন, সুশান্তের মা-ও নাকি মানসিক অবসাদের ভুগতেন ।


• প্রথম থেকেই রিয়া বলে আসছেন সুশান্তের মানসিক স্বাস্থ্য ভাল ছিল না । তিনি অবসাদে ভুগছিলেন । এ জন্য নিয়মিত চিকিৎসকের পরামর্শ মতো ওষুধও খেতেন তিনি ।


• কিন্তু তারপর একাধিক সূত্র থেকে জানা যায়, রিয়াই নাকি সুশান্তকে মানসিক রোগী সাজানোর চেষ্টা করে যাচ্ছিলেন । তাঁকে বশ করতে নানারকম ওষুধ খাওয়াতেন । তাঁর মাথার মধ্যে গেঁথে দিচ্ছিলেন অতিপ্রকৃত চিন্তাভাবনা । এমনকি সুশান্তের উপর কালা জাদু করার অভিযোগও উঠে এসেছে ।


• পরে জানা যায়, এই বিষয়টি নিয়ে নাকি সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি একটি পোস্ট করেছিলেন ট্যুইটারে। বহুদিন আগে মানসিক স্বাস্থ্য নিয়ে শ্বেতার লেখা ওই ট্যুইটটিতে ছিল মায়ের উল্ল্যেখও । কিন্তু সুশান্তের বাবা কেকে সিং পটনা থানায় রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর সেই ট্যুইটটি নাকি মুছে দিয়েছেন শ্বেতা । যদিও ঘটনার সত্যি-মিথ্যে এখনও যাচাই করা হয়নি ।