

•এবার রিয়া-সুশান্তের সম্পর্কের মধ্যে চলে এল আরও বেশ কিছু নাম, যার মধ্যে অন্যতম হলেন আমির খান! সম্প্রতি রিয়ার ফোন কলের যে তথ্য সামনে এসেছে তাতে দেখা গিয়েছে যে আমির খান থেকে রানা ডগ্গুবতি সকলের কাছে ফোন গিয়েছিল রিয়ার৷ এরাও ফের ফোন করেছিলেন রিয়াকে৷


•এছাড়াও রিয়ার ফোন কললিস্টে ছিল আদিত্য রয় কাপুরের নাম৷ ১৬ বার আদিত্যকে কল করেছিলেন রিয়া৷ পাল্টা রিয়াকে ৭ বার কল করেছিলেন আদিত্য৷ অন্যদিকে আমিরকে কল করেছিলেন রিয়া এবং আমির তাঁকে ৩টি ম্যাসেজে উত্তর দেন৷


•দক্ষিণী অভিনেত্রী যিনি বলিউডে এখন অনেক কাজ করছেন সেই রকুল প্রীতকে ৩০ বার ফোন করেছিলেন৷ রকুলও রিয়াকে ১৪ বার ফোন করেন৷ ৩ বার ফোন করেন শ্রদ্ধা কাপুরকে, পাল্টা শ্রদ্ধা ২বার ফোন করেন রিয়াকে৷ রানা ডগ্গুবতিকে রিয়া ফোন করেন ৭ বার, রানাও ফোন করেছিলেন ৪ বার৷


•মহেশ ভাটের সঙ্গে তো রিয়ার যোগাযোগ ছিলই৷ জানুয়ারি মাসে তাদের মধ্যে ১৬ বার কথা হয়৷ ৯বার রিয়া ফোন করেছিলেন, ৭ বার মহেশ ফোন করেন রিয়াকে৷


•রয়েছে এক সন্দেহজন নাম যা 'AU' বলা হচ্ছে। এই নামে কাকে কল করতেন রিয়া? জানতে চায় সিবিআই। আদিত্য ঠাকরের ট্যুইটার অ্যাকাউন্টের মাথায় লেখা রয়েছে ‘AU’ । আবার রিয়ার এক বান্ধবীর নাম অনন্যা উধাস । ‘AU’ তিনিও হতে পারেন। উত্তর খুঁজতে মরিয়া সিবিআই। রিয়া চক্রবর্তী-সহ পরিবারের ৩ জনের ফোন বাজেয়াপ্ত হয়েছে ইতিমধ্যে।