

সুশান্ত মৃত্যু তদন্ত এখনও পর্যন্ত যতটা এগিয়েছে, বারবারই মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীর নাম। সূত্রের খবর, মুম্বই শহরের একাধিক হেভিওয়েট ব্যক্তি রিয়াকে সাহায্য করছেন, তাঁর পাশে রয়েছেন। অভিযোগ উঠেছে, প্রমাণ লোপাটের ক্ষেত্রেও হাত রয়েছে রিয়ার। সূত্রের খবর, এখনও পর্যন্ত সুশান্তের মৃত্যুকে স্বাভাবিক আত্মহত্যার ঘটনা নয়, অস্বাভাবিক মৃত্যু হিসেবেই দেখছে সিবিআই। সন্দেহভাজনের তালিকায় সব থেকে আগে নাম রয়েছে রিয়ার, তাই তাঁকে নিজেদের হেফাজতেও নিতে পারে সিবিআই! এর আগে ইডি দফায় দফায় জেরা করেছে রিয়া-সহ তার পরিবারকে!


সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে রিয়া চক্রবর্তীকে ঘিরে নিন্দা, ধিক্কার গোটা দেশজুড়ে! এককথায় সুশান্ত সিং মৃত্যুর কারণ হিসেবে গোটা দেশ আঙুল তুলেছে রিয়ার দিকে! কটাক্ষ ও অভিযোগের তীরে বিদ্ধ রিয়া এবার মুখ খুললেন! তিনি কেন সুশান্তের মৃত্যুর পর তাঁর বাড়ি যাননি ? সম্প্রতি ইন্ডিয়া টুডে-কে দেওয়া একটি সাক্ষাৎকারে রিয়া জানালেন, '' সুশান্তের মৃত্যুর খবর শুনে ওর বাড়িতে যেতে পারিনি। আমি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পরি! বুঝতেই পারছিলাম না, কী করে এমনটা হল ? কীভাবে সম্ভব ? এই সমস্ত প্রশ্ন আমাকে ছিঁড়েখুড়ে খাচ্ছিল!''


সাক্ষাৎকারে রিয়া এও জানান, '' আমি সুশান্তের শেষকৃত্যে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু শেষ মূহূর্তে ইন্ডাস্ট্রির-ই এক বন্ধু জানায়, ওর পরিবার শেষকৃত্যের অনুষ্ঠানে আমন্ত্রিতর যে তালিকা বানিয়েছে, সেখানে আমার নাম নেই। ওর পরিবার চায় না, আমি সেখানে যাই। যদি যেতাম, তাহলে অপমানিত হতে হত! আমাকে বের হয়ে যেতে বলা হত!''


রিয়ার যুক্তি, তিনি জানতেনই না সুশান্তের মৃত্যু হয়েছে! তাঁর কথায়, '' সুশান্তের মৃত্যুর দিন আমি ভাইয়ের সঙ্গে বাড়িতে ছিলাম। দুপুর ২টো নাগাদ আমার এক বন্ধু ফোন করে বলে, 'গুজব শোনা যাচ্ছে সুশান্ত নাকি আত্মহত্যা করেছে। তুমি সুশান্তকে বল এইসমস্ত গুজবের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দিতে।' আমার বন্ধুটি জানত না, আমি ওর বাড়ি ছেড়ে চলে এসেছি। এর ১০ থেকে ১৫ মিনিট পর জানতে পারি, গুজব নয়, সত্যিই সুশান্ত মারা গিয়েছেন!''


সাক্ষাৎকারে রিয়া গর্জে ওঠেন, '' হ্যাঁ মর্গে আমি সুশান্তের বুকে হাত রেখে বলেছিলাম , 'সরি বাবু'! একজন, যাঁর মৃত্যু হয়েছে, তাঁকে আর কী বলতাম আমি?'' বরাবরের মত এবারও আক্রমণাত্মক রিয়া, তাঁর সাজানো যুক্তি, '' ওকে প্রাণ হারাতে হল, সেইজন্য সরি বলেছিলাম! অন্য কী বলতাম ? আমি সুশান্তের কাছে ক্ষমা চাই, কারণ ওর মৃত্যুটা একটা তামাশায় পরিণত হয়েছিল। আমি ওর কাছে ক্ষমা চাই, কারণ ওর শেষ স্মৃতি আজ আর ওর ভাল কাজ, বুদ্ধিমত্তা যা সমাজসেবা নয়, দেশবাসী ওর শেষ স্মৃতিটাকেও বিকৃত করেছে!''