বিশেষ এনডিপিএস আদালতের রায় ,বাইকুল্লা জেলই রিয়া চক্রবর্তীর নতুন ঠিকানা !
সব চেষ্টাই ব্যর্থ, মিলল না স্বস্তি! জামিন পেলেন না মাদক কাণ্ডে অভিযুক্ত সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী রিয়া চক্রর্তী ও ভাই শৌভিক। গত প্রায় এক মাস ধরে জেলেই রয়েছেন রিয়া ও শৌভিক


সব চেষ্টাই ব্যর্থ, মিলল না স্বস্তি! জামিন পেলেন না মাদক কাণ্ডে অভিযুক্ত সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী রিয়া চক্রর্তী ও ভাই শৌভিক। গত প্রায় এক মাস ধরে জেলেই রয়েছেন রিয়া ও শৌভিক।


রিয়া ও শৌভিকের বিচারবিভাগীয় হেফাজত ২০ অক্টোবর পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছে মুম্বইয়ের NDPS আদালত। ফলে আপাতত বাইকুল্লা জেলই রিয়ার ঠিকানা!


রিয়া ও শৌভিক ছাড়া ওই মামলায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর গ্রেফতার করা বাকি ১৮ জনের হেফাজতে থাকার মেয়াদও ২০ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে আদালত।


টানা ৩ দিন জেরার পর গত ৯ সেপ্টেম্বর মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গ্রেফতার করে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তীকে। সেদিনই রিয়ার এক দফা জামিনের আর্জি খারিজ হয়ে যায়। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসেই রাত কাটান রিয়া চক্রবর্তী। ১০ সেপ্টেম্বর সকালে অভিনেত্রীকে মুম্বইয়ের বাইকুল্লা জেলে নিয়ে যাওয়া হয়। মাদককাণ্ডে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় তাঁকে।


১০ সেপ্টেম্বর বিশেষ আদালতে রিয়াকে ফের 'নির্দোষ' দাবি করে জামিনের আবেদন করেন আইনজীবী সতীশ মানশিন্ডে। আবেদনে বলা হয়, 'রিয়া কোনও অপরাধ করেননি। তাঁকে মিথ্যা ফাঁসানো হয়েছে। তাঁর থেকে এনসিবি জোর করে বয়ান আদায় করেছে!'


১১ সেপ্টেম্বর সকালে বিচারক জি বি গুরাও রিয়া এবং শৌভিক চক্রবর্তীর পাশাপাশি আরও ৪ অভিযুক্তর জামিন সংক্রান্ত রায় ঘোষণা করেন। রায়ে জানানো হয়, গ্রেফতার হওয়া ৬ জন, অর্থাৎ রিয়া, শৌভিক, দীপেশ সাওয়ান্ত, স্যামুয়েল মিরান্ডা, আবদেল বসিত পরিহার ও জায়েদ ভিলাত্রার জামিনের আবেদন খারিজ করেছে আদালত। রিয়ার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানো হয় ৬ অক্টোবর পর্যন্ত! কিন্তু এবারও মুক্তি মিলল না, বিচারবিভাগীয় হেফাজতের মেয়ার ফের ২০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।