▪️দিনদিন জটিল হচ্ছে সুশান্ত মৃত্যুর রহস্য৷ রিয়া চক্রবর্তীর নামে উঠে আসছে একাধিক অভিযোগ৷ সুশান্তের অ্যাকাউন্ট থেকে টাকা সরানো বা সুশান্তের ওপর মানসিক চাপ তৈরির মতো অভিযোগ আগেই দায়ের করেছেন সুশান্তের বাবা৷ এরপরেও আরও গুরুতর অভিযোগ উঠছে রিয়ার বিরুদ্ধে৷ এবার অভিযোগ ,যে মৃত্যুর পর সুশান্তের ইমেল থেকে একে একে মেল ডিলিট করেছেন রিয়া!
▪️এদিকে ৮ জুন সুশান্তের নম্বর ব্লক করেন রিয়া৷ ১৪ই জুন সুশান্তের মৃত্যু হয়ে৷ এমনই এক তথ্যে সম্প্রতি সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী সুশান্তের ফোন নম্বর ব্লক করে দিয়েছিলেন ৮ জুন। CNN-News18–এর কাছে যে নথি এসেছে, তাতে দেখা যাচ্ছে ৮ থেকে ১৪ জুনের মধ্যে সুশান্ত আর রিয়ার মধ্যে কোনওরকম কথা হয়নি।