

• মাদক কাণ্ডে নাম জড়িয়েছে দীপিকা পাড়ুকোনের । নাম জড়িয়েছে সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রকুল প্রীতি সিংদেরও । দীপিকা এই মুহূর্তে বলিউডের অন্যতম সেরা তো বটেই, দেশের মধ্যে এক নম্বর নায়িকা বললেও কিছু ভুল বলা হবে না । তাই এই অবৈধ চক্রে দীপিকার নাম জড়ানোয় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে গোটা বলিউড ।


• গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতেই মুম্বই পৌঁছেছেন দীপিকা-রণবীর । তাঁরা গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন । এরমধ্যেই এনসিবি সমন পাঠায় দীপিকাকে । শনিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে । সে কারণেই মুম্বই ফিরেছেন তারকা দম্পতি ।


• মুম্বই বিমানবন্দরে মিডিয়া তাঁদের ছেঁকে ধরে । এমনকি তাড়া করে বাড়ি পর্যন্তও । ফলে আন্দাজ করা যাচ্ছে, শনিবার জিজ্ঞাসাবাদের জন্য দীপিকা এনসিবি-র অফিসে যাওয়ার সময় কী রকম পরিস্থিতি তৈরি হতে পারেন ।


• মুম্বইয়ে এ দিন দীপিকাকে দেখা যায় রণবীরের হাত শক্ত করে ধরে থাকতে । রণবীরও দীপিকা’কে যতটা সম্ভব আড়াল করে নিয়ে যান ।


• ইতিমধ্যেই এনসিবি-র কাছে দায়িত্বশীল স্বামী রণবীরের আবেদন, তাঁকে যেন দীপিকার জিজ্ঞাসাবাদের সময় সঙ্গে থাকতে দেওয়া হয় ।