

কাপুর পরিবারে ফের শোকের ছায়া। প্রয়াত ঋষি কাপুর ও রণধীর কাপুরের ছোট ভাই তথা অভিনেতা রাজীব কাপুর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৮। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতার।


পৃথ্বীরাজ কাপুরের নাতি, রাজ কাপুরের তৃতীয় সন্তান রাজীব জন্মগ্রহন করেন ১৯৬২ সালের ২৫ অগাস্ট। সবাই ভালবেসে ডাকতেন চিম্পু।


১৯৮৫ সালে বাবা রাজ কাপুরের (Raj Kapoor) পরিচালনায় রাম তেরি গঙ্গা ময়লি (Ram Teri Ganga Maili)-তে অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে পরিচিতি পান রাজীব


মন্দাকিনি, কিমি কাতকার, অমৃতা সিং, বিজয়তা পণ্ডিত, পদ্মিনী কোলাপুরী,মীনাক্ষী শেষাদ্রি, ডিম্পল কাপাডিয়া, রতি অগ্নিহোত্রি, টিনা মুনিমের মতো নায়িকাদের সঙ্গে চুটিয়ে অভিনয় করেছেন।


১৯৯০ সালের পর অভিনয় থেকে সরে আসেন রাজীব কাপুর। এর পর পুরোপুরি ভাবে সিনেমা পরিচালনা ও প্রযোজনার কাজ শুরু করেন। প্রযোজক হিসেবেও একাধিক সিনেমা করেছেন । তাঁর প্রযোজনায় প্রথম ছবি ছিল হেনা (Henna)। সিনেমাটির পরিচালনা করেছিলেন ভাই রণধীর কাপুর। অভিনয় করেছিলেন ঋষি কাপুর।


আ আব লওট চলে (Aa Ab Laut Chalen) ও প্রেম গ্রন্থ (Prem Granth) ছবির প্রযোজনাও করেন রাজীব। উল্লেখ্য, প্রেম গ্রন্থ সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে ডেবিউ করেন তিনি। এই সিনেমাতেও মুখ্য চরিত্রে দেখা যায় ঋষি কাপুরকে।