শ্যুটিং করতে গিয়ে বিদেশে বিপত্তি! করোনায় আক্রান্ত বিপাশার স্বামী করণ সিং গ্রোভার
'কবুল হ্যায় ২.০' ওয়েব সিরিজ শ্যুটিং-এর জন্য কিছু দিন আগে সাইবেরিয়ায় পাড়ি দিয়েছিলেন বলিউডের করণ সিং গ্রোভার। আর সেখানে গিয়েই করোনার আক্রান্ত হন অভিনেতা।


গত বছরে করোনা অতিমারিতে অভিনয় জগতের অনেক কলাকুশলীরা আক্রান্ত হয়েছিলেন। এ বার সেই তালিকায় আরেকটি নাম যুক্ত হল। সূত্রের খবর, কবুল হ্যায় ২.০নামে একটি ওয়েব সিরিজের শ্যুটিংয়ের জন্য সম্প্রতি টিম নিয়ে সাইবেরিয়ায় পাড়ি দিয়েছিলেন বলিউডের বঙ্গ তনয়া বিপাশা বসুর স্বামী করণ সিং গ্রোভার। আর সেখানে গিয়েই করোনার কোপে পড়লেন অভিনেতা।


অভিনেতা করণ অবশ্য নিজের তরফে এই বিষয় এখনও মুখ খোলেননি। তবে প্রোডাকশনের এক সূত্র থেকে জানা গিয়েছে, 'কবুল হ্যায় ২.০'-এর শ্যুটিং শেষ করে ২৯ ডিসেম্বর সাইবেরিয়া থেকে টিম সহ দেশে ফিরছিলেন করণ। দেশে ফেরার আগে প্রোডাকশনের সকলের করোনা পরীক্ষা হয়। সেই সময়ই অভিনেতার রিপোর্ট পজিটিভ আসে। এ ছাড়াও টিমের কয়েকজন সদস্যের করোনা রিপোর্ট পজেটিভ।


তবে করণ এখন সুস্থই রয়েছেন। তাঁর শারীরিক অসুস্থতার কোনও খবর পাওয়া যায়নি। তিনি এবং কয়েকজন টিমের সদস্য, যাঁদের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, তাঁরা সকলেই সেলফ আইসোলেশনে রয়েছেন ওই দেশে। সাইবেরিয়ার নিয়ম মেনেই তাঁদের আলাদা রাখা হয়েছে। আইসোলেশনের সময় শেষ হলে করোনার রিপোর্ট নেগেটিভ এলে তবেই তাঁরা দেশে ফিরতে পারবেন।


'কবুল হ্যায় ২.০'ওয়েবসিরিজ নিয়ে দর্শকদের মধ্যে উত্তজনে তুঙ্গে। সাইবেরিয়ায় এই সিরজের শ্যুটিং হয়েছে হাঁড় কাঁপানো শীতের মধ্যে। সেখান থেকেই ওয়েব সিরিজের ফার্স্ট লুক নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা। ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে আসতে চলেছে জনপ্রিয় ওয়েব সিরিজ 'কবুল হ্যায় ২.০'।


উল্লেখ্য, করণের করোনার রিপোর্ট পজিটিভ আসা নিয়ে বিপাশাও এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তারকা জুটি নিজেদের মধ্যেই হয়তো ব্যাপারটিকে রাখতে চাইছেন। 'কবুল হ্যায় ২.০'-তে করণের বিপরীতে অভিনয় করেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুরভি জয়তি। তাঁর করোনায় আক্রান্ত হওয়ার কোনও খবর এখনও পাওয়া যায়নি।