

বলিটাউনের অলিতে গলিতে কান পাতলে আজও শোনা যায়, এক সময় প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমেই নাকি মজেছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান।


শাহরুখ-গৌরীর লাভস্টোরি আজও মুখে মুখে ফেরে! কিন্তু শোনা যায়, সেই সম্পর্কেও একসময়ে দূরত্ব এসেছিল। বাদশার দরবারে এন্ট্রি নেন প্রিয়াঙ্কা! গৌরী, দুই সন্তান আরিয়ান ও সুহানাকে ভুলে প্রিয়াঙ্কার প্রেমে মশগুল হয়ে পড়েন খান।


প্রিয়াঙ্কা-শাহরুখের সম্পর্ক নিয়ে 'মন্নত'-এও কিছু কম জলঘোলা হয়নি। বাদশার জীবনে প্রিয়াঙ্কার এন্ট্রি রুখতে উঠেপড়ে লেগেছিলেন গৌরী! খান পরিবারের সমস্তরকম অনুষ্ঠানের আমন্ত্রিতের তালিকা থেকে রাতারাতি বাদ হয়ে যায় প্রিয়াঙ্কার নাম।


'পিঙ্ক স্টাইল' নামে এক ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত রিপোর্ট বলছে, ২০১৩ সালের ২২ মার্চ শাহরুখ নাকি দুবাইতে চুপিসারে প্রিয়াঙ্কাকে বিয়েও করেছিলেন। বিয়েটা নাকি প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ কিছু বন্ধু ও আত্মীয় স্বজনদের উপস্থিতিতে হয়েছিল। প্রিয়াঙ্কা নাকি বোরখা পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। বিষয়টা যাতে কোনওভাবেই প্রকাশ্যে না আসে, সেকারণে শাহরুখ-প্রিয়াঙ্কার বিয়ের অনুষ্ঠানে ক্যামেরা, সেলফোন নিয়ে ঢোকাও নাকি মানা ছিল।


দেশি গার্ল প্রিয়াঙ্কা আপাতত বিদেশি স্বামী নিক জোনাসকে নিয়ে আমেরিকায় সংসার করছেন, কিন্তু আজও কিং খানের ভালবাসাকে মুছে ফেলতে পারেননি তিনি! আমেরিকার একটি চ্যাট শোয়ে প্রশ্ন করা হয়, প্রাক্তন প্রেমিকের কোন জিনিসটা তাঁর কাছে এখনও আছে? প্রিয়াঙ্কা একটি খয়েরি জ্যাকেটের কথা বলেন যে জ্যাকেটটি বহু অনুষ্ঠানে কিং খানকে পরতে দেখা গিয়েছে।