

• পুনম পান্ডে নাকি গর্ভবতী! বিয়ে হয়েছে মাত্র ২ মাস । তারই মধ্যে একবার স্বামীর নামে মামলা দায়ের, একবার অশ্লীল ভিডিও শ্যুট করে নিজেই বিপদে পড়া....কম চড়াই-উতরাই হল না । এখন শোনা যাচ্ছে তিনি নাকি সন্তানসম্ভবা । ছবি : ইনস্টাগ্রাম ।


• ১ সেপ্টেম্বর বয়ফ্রেন্ড স্যাম বোম্বের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন মডেল-অভিনেত্রী পুনম পান্ডে । একেবারে খাঁটি ভারতীয় সাজে বিয়ের পিঁড়িতে বসেন তিনি । ছবি : ইনস্টাগ্রাম ।


• এমনিতে তাঁর লাস্য, যৌবনের ছটায় পুরুষদের রাতের ঘুম উড়ে যায় । সাহসী পোশাক, নগ্নতা, বোল্ড ভঙ্গিমায় তিনি যথেষ্ট পটু । সেই পুনমের হঠাৎ বিয়ের সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছিলেন । যদিও বিয়ের পরেও তাঁর খোলামেলা ছবি বা ভিডিও কোনও কিছুই বাদ যায়নি । গোয়ায় হনিমুন করতে গিয়ে সরকারি এলাকায় অশ্লীল ভিডিও শ্যুট করায় আইনি ঝামেলার মধ্যেও পড়তে হয়েছে তাকে । ছবি : ইনস্টাগ্রাম ।


• এরইমধ্যে হঠাৎই কিছু মিডিয়া প্রকাশ করে পুনম অন্তঃসত্ত্বা । ৬ মাসের গর্ভবতী তিনি । এমনকি তিনি গোয়ায় কোন চিকিৎসক দেখিয়েছেন, সে সম্বন্ধেও লেখালেখি হয় । ছবি : ইনস্টাগ্রাম ।