

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক-তত্ত্ব উঠে আসতেই বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বলিউড সেলেবদের ড্রাগ আসক্তির প্রসঙ্গে সরব হন৷ তিনি দাবি করেন, বলিউডে অনেক তাবড় সেলেব্রিটি ড্রাগের নেশা করেন৷ এরপরেই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেন, মুম্বই পুলিশের উচিত কঙ্গনারও রক্তের নমুনা পরীক্ষা করা৷


কঙ্গনা ট্যুইট করে মুম্বই পুলিশের কাছে আবেদন জানালেন, তাঁরও মাদক পরীক্ষা করা হোক৷ তিনি ট্যুইটারে লিখেছেন, 'আমি মুম্বই পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করছি, দয়া করে আমার ড্রাগ টেস্ট করুন৷ আমার ফোনের কল রেকর্ড পরীক্ষা করুন, কোনও মাদক ব্যবসায়ীর সঙ্গে আমার যোগ রয়েছে কি না৷ যদি প্রমাণ হয়, আমি ড্রাগ নিই, তা হলে আমি ক্ষমা চাইব এবং মুম্বই ছেড়ে চিরদিনের মতো চলে যাব৷'


কঙ্গনা ড্রাগ নেন কি না, তার তদন্তের নির্দেশ দেন অনিল দেশমুখ৷ আজ অর্থাত্ মঙ্গলবার অনিল দেশমুখ বলেন, 'একটি ইন্টারভিউয়ে, শেখর সুমনের ছেলে অধ্যয়ন সুমন কথা প্রসঙ্গে বলেছিলেন, কঙ্গনা রানাওয়াত ড্রাগ নেন৷ অধ্যয়নের সঙ্গে আগে প্রেমের সম্পর্ক ছিল কঙ্গনার৷' কঙ্গনার বিরুদ্ধে এই অভিযোগ তিনি বিধানসভাতেও করেন৷


কংগ্রেস মুখপাত্র সচিন সাওয়ান্ত দাবি করেন, কঙ্গনা রানাওয়াতের ড্রাগ টেস্টের জন্য৷ এরপরেই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দেন, কঙ্গনার ড্রাগ টেস্টে করা হোক৷