1/ 8


২০০৮ সাল ইমরান হাসমির সঙ্গে একটি ছবি মুক্তি পেয়েছিল তার নাম জন্নত ৷ সোনাল চৌহানকে তো ভোলা মোটেই যায়না ৷ বর্তমানে বড় পর্দায় সোনালকে খুব একটা দেখতেও পাওয়া যায়না ৷ তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর বিকিনা পরা ছবি ঝড় তোলে বারেবারে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
2/ 8


সোনাল তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনেক ছবিই শেয়ার করেন তার মধ্যে বোল্ড ছবিই বারেবারে ঝড় তোলে ৷
3/ 8


সম্প্রতি গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন সোনাল ৷ গোয়া থেকে লাগাতার বোল্ড ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন যা সুপার ভাইরাল হয়েছে৷