২০১১-এ যখন লেডিস ভার্সেস রিকি বহল ছবি দিয়ে বলিটাউনে পা রাখলেন পরিনীতি চোপড়া, তখন কে জানত, ওই মিষ্টি-গুবলুগাবলু মেয়েটিই একদিন ধামাক তৈরি করবেন! তুখড় অভিনয় তো ছিলই, এবার সুন্দরী বোবা ফাটালেন ফোটোশ্যুট দিয়ে! সম্প্রতি টপলেস অবতারে ছবি তুলে ঝড় তুললেন পরিনীতি।