

সুশান্ত সিং রাজপুতের শেষ নায়িকা সঞ্জনা সাংঘি এবার আদিত্য রয় কাপুরের হিরোইন। ওম: দ্য ব্যাটল উইদিন-এ জুটি বাঁধছেন আদিত্য ও সঞ্জনা।


সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা' দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন সঞ্জনা। মুম্বই মিররের খবর অনুযায়ী, সঞ্জনা তাঁর নতুন ছবি নিয়ে খুবই উচ্ছ্বসিত। তিনি জানান, '' অনেকদিন ধরেই বহু চিত্রনাট্য শুনছি। কিন্তু কোনওটাই মনে ধরছিল না। অবশেষে ওম -এ স্ক্রিপ্ট পছন্দ হল।''


'দিল বেচারা' ইতিহাস তৈরি করেছে। সুশান্তের শেষ ছবিতে তাঁর প্রথম নায়িকার অভিনয়েরও তারিফ করে গোটা দেশ। সঞ্জনা মনে করছেন, 'ওম: দ্য ব্যাটল উইদিন' তাঁর কেরিয়ারের জন্য বেশ লাভজনক হবে, কমার্শিয়াল ছবি হিসেবে দারুণ ছবি।


'ওম: দ্য ব্যাটল উইদিন'-এ নিজের চরিত্র নিয়ে বলতে গিয়ে সঞ্জনা জানান, প্রত্যেকটি ভারতীয় মেয়ে নিজেকে যেমন ভাবে দেখতে চান, ঠিক তেমনই একটা চরিত্রে দেখা মিলবে তাঁর। এরকম চরিত্র এর আগে হিন্দি সেনেমায় দেখা যায়নি।


ছবিতে মারকাটারি অ্যাকশন করতে দেখা যাবে সঞ্জনাকে। জি প্রোডাকশনের প্রযোজনায় আগামী মাসেই শুরু হবে ছবির শুটিং। পরিচালক কপিল ভার্মা। প্রযোজনায় সঙ্গী আহমেদ খান ও তাঁর স্ত্রী শায়রা খান।