Nick Jonas Hospitalised: ভয়াবহ দুর্ঘটনার কবলে প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস, নিয়ে যাওয়া হয় হাসপাতালে, তারপর...
Bangla Digital Desk
1/ 5
*দুর্ঘটনার কবলে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। শুটিং করার সময় সেখানেই দুর্ঘটনায় আহত হন নিক। এরপর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। ফাইল ছবি।
2/ 5
*জনপ্রিয় পপ সিঙ্গার নিক জোনাস লস অ্যাঞ্জেলসে একটি গানের রিয়ালিটি শো'য়ের শুটিং করছিলেন। ১৫ মে সেই শুটিং ফ্লোরেই আহত হন তিনি। তবে কোথায় তাঁর আঘাত লেগেছে? কতটাই বা তার গভীরতা তা স্পষ্ট নয়। ফাইল ছবি।
3/ 5
*TMZ-র রিপোর্ট অনুযায়ী, মাত্র একদিন সাহপাতালে ভর্তি ছিলেন নিক। তারপরের দিনই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে বাড়িতেই রয়েছে, বিশ্রাম নিচ্ছেন। তবে আজ তাঁকে ফের অনুষ্ঠানের মঞ্চে দেখা যাবে। ফাইল ছবি।
4/ 5
*শুধু নিক নয়, শুটিংয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কাও। তাঁর আগামী সিরিজের শুটিংয়ের জন্য লন্ডনে রয়েছেন। স্বামী আঘাত পেলেও সম্ভবত তিনি আসতে পারেননি তাঁর কাছে। ফাইল ছবি।
5/ 5
*উল্লেখ্য, বিদেশে থাকলেও দেশের করোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত প্রিয়াঙ্কা চোপড়া। তিনি এবং নিক মিলে প্রায় ১ কোটি টাকা ভারতের করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য একটি সংস্থার হায়তে তুলে দিয়েছেন। ফাইল ছবি।