*বেলুন-ফুলে সাজানো নরম বিছানা। ফুল বিছানো হয়েছে ঘরে যাওয়ার রাস্তায়। ভাইরাল নেহা কক্কর-রোহনপ্রীত সিংয়ের হানিমুনের ভিডিও। ভিডিও থেকে পাওয়া একাধিক ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবি: সংগৃহীত।
2/ 5
*রবিবার মুম্বই থেকে মধুচন্দ্রিমা কাটাতে দুবাই উড়ে গিয়েছেন নেহা এবং রোহন। মুম্বই এয়ারপোর্টে তোলা নবদম্পতির ছবি এবং ভিডিও নিজেরাই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন তাঁরা। পরে দুবাইয়ের পাঁচতারা যে হোটেলে তাঁরা রয়েছেন সেখানকার ভিডিও শেয়ার করেন রোহনপ্রীত। ছবি: সংগৃহীত।
3/ 5
*২৪ অক্টোবর সাতপাকে বাঁধা পড়েন নেহা এবং রোহন। দিল্লির এক পাঁচতারা হোটেলে বসেছিল তাঁদের বিয়ের আসর। হলদি থেকে মেহন্দি, সঙ্গীত থেকে জয়মালা, সাত ফেরে...সবকিছুর একাধিক নজরকাড়া ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়াল ভরে যায়। ছবি: সংগৃহীত।
4/ 5
*কখনও বিয়ের অনুষ্ঠানে, কখনও রিং সেরিমনিতে, কখনও রিসেপশনে, কখনও জলসায়....দু’জনেই গান করেছেন চুটিয়ে। নেচেছেন ফাটিয়ে। সেই ভিডিওগুলো এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবি: সংগৃহীত।
5/ 5
*এবার হানিমুনে উরে গিয়েছেন দম্পতি। ফলে স্বাভাবিকভাবেই মধুচন্দ্রিমার ছবির অপেক্ষায় নেহা-রোহনের অনুরাগীরা। ছবি: সংগৃহীত।