৮ জুলাই, বুধবার, ছিল নীতু কাপুরের জন্মদিন৷ ছোট একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ ছিলেন হাতে গোনা আত্মীয় ও বন্ধু৷ উপস্থিত ছিলেন ছেলে-মেয়ে রণবীর, ঋদ্ধিমা, ববিতা ও করণ জোহর।photo source Instagram
2/ 5
জন্মদিনের কিছু ভাল মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নীতু। photo source Instagram
3/ 5
সেখানে তাঁকে জন্মদিনের কেক কাটতে দেখা গিয়েছে। মায়ের জন্মদিনে সুন্দর করে বাড়ি সাজিয়েছে তাঁর দুই ছেলে মেয়ে। photo source Instagram
4/ 5
মাকে আদরে ভরিয়েছে সকলে। তবে ঋষিকে ছাড়া নীতুর এটাই প্রথম জন্মদিন। photo source Instagram
5/ 5
গত ৩০ এপ্রিল সকলকে ছেড়ে চিরদিনের মতো চলে গিয়েছেন ঋষি কাপুর। তাঁর মৃত্যু শোক এখনও তরতাজা। কিন্তু তাই বলে জীবন যে থেমে থাকে না। মন খারাপের মাঝেও ছোট করে জন্মদিন পালন করলেন নীতু কাপুর। photo source Instagram