

▪️নওয়াজের ভাই, নওয়াজের মেয়েকে যৌন হেনস্থা করেছিল, এমন অভিযোগ৷ কিন্তু ফিল্ম দুনিয়ায় তাঁর নামে খারাপ হবে ও এই নিয়ে আলোচনা হবে বলে মেয়ে ও স্ত্রীকে মুখ খুলতে নিষেধ করে দেন অভিনেতা! এমনই অভিযোগ স্ত্রীর৷


▪️নওয়াজ ও তাঁর পুরো পরিবারের বিরুদ্ধে ভারসোভা থানায় অভিযোগ দায়ের করলেন স্ত্রী আলিয়া৷ আইপিসির ৩৫৪ ধারা ও POCSO আইনে করা হয়েছে মামলা৷


▪️নওয়াজের স্ত্রী আলিয়ার অভিযোগ অনুযায়ী, ঘটনা ২০১২-র৷ সেই সময় তাদের মেয়ের বয়স ছিল ৯ বছর (এখন ১৭ বছর)৷ সেই সময় নওয়াজের মেয়ের শ্লীলতাহানি করেন নওয়াজের ভাই মিনহাজুদ্দিন৷ এমনই অভিযোগ৷


▪️২৭ জুলাই থানায় অভিযোগে আলিয়া জানান যে, মিনহাজুদ্দিন তাদের মেয়েকে নিয়মিত বাড়িতে পর্ন ক্লিপ দেখাতেন৷ উত্তরপ্রদেশের তাদের বাড়িতে এমন ঘটনা ঘটত৷ FIR-এ জানানো হয়েছে যে, সেই সময় নওয়াজ যদিও বাড়িতে থাকতেন না৷ অর্থাৎ অভিনেতার অনুপস্থিতিতে এই কুকর্ম করতেন তাঁর ভাই৷ এমনই অভিযোগ আলিয়ার৷


▪️পরবর্তীতে মেয়ের ওপর ভাইয়ের এমন ঘটনার কথা তাঁকে জানানো হলে নওয়াজ কোনও প্রতিবাদ করেননি৷ উল্টে তিনি বলেন ঘরে সমস্যা ঘরে মিটিয়ে নিতে৷ কারণ সেই সময় সবে সেব নিজের কেরিয়ারে ভাল সময় এসেছে নওয়াজের এবং তিনি এই ঘটনার ফলে তাতে বিরুপ প্রতিক্রিয়া পেতে চাননি৷