

• প্রিয়াঙ্কা চোপড়া আর মার্কিন পপতারকা নিক জোনাসের বিয়ের তারিখ নাকি চূড়ান্ত হয়েছে। তাঁদের দুজনের কাছের একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, আগামী ২ ডিসেম্বর যোধপুরে ধুমধাম করে তাঁদের বিয়ে হবে। ছবি: ইনস্টাগ্রাম ৷


• একটি সূত্রের তরফে জানা গিয়েছে, যোধপুরের বিখ্যাত বিয়ের ভেন্যু উমেদ ভবন প্যালেসে হবে তাঁদের বিয়ে এবং অন্যান্য অনুষ্ঠান। ৩০ নভেম্বর থেকে শুরু হবে বিয়ের উৎসব। আর তা চলবে তিন দিন। বিয়ে ঘিরে এরই মধ্যে দুই পরিবারে শুরু হয়ে গিয়েছে চূড়ান্ত প্রস্তুতি। ছবি: ইনস্টাগ্রাম ৷


• সূত্রের খবর, নিক-প্রিয়াঙ্কার বিয়েতে এলাহি ভোজের আয়োজন থাকছে ৷ আর যেহেতু রাজকীয় বিয়ে ৷ তাই ভোজেনের ব্যবস্থাও থাকছে রাজকীয় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


• কী কী থাকছে নিক-প্রিয়াঙ্কার বিয়ের মেনুতে ? প্রিয়াঙ্কার সব থেকে পছন্দ হল ভারতীয় খাবারই ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


• তিনি একটি অনুষ্ঠানে বলেছিলেন, তাঁর বিয়ের অনুষ্ঠানে থাকতে পারে রুটি, ভাত, মসুর স্যালাদ ছাড়া চিকেন ও খাসির বিরিয়ানি তাঁর বিশেষ পছন্দ। ছবি: সংগৃহীত ৷


• এ ছাড়া এই বলিউড সুন্দরী মায়ের হাতের পাঞ্জাবি খাবার ‘সরষো কা শাক’ এবং ‘মক্কাই কা রোটি’ দারুণ ভালোবাসেন। ছবি: সংগৃহীত ৷


• এদিকে নিকের পছন্দের খাবার স্টেক শুশি। জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানের খাবারের তালিকায় থাকবে এ সব। ছবি: সংগৃহীত ৷


• এছাড়া আরও অনেক পদ থাকছে ৷ এ তো গেল প্রিয়াঙ্কার পছন্দের ভারতীয় খাবার, নিকের তালিকা জানা এখনও বাকি রয়েছে। ছবি: সংগৃহীত ৷