হোম » ছবি » বিনোদন » কে বলবে বয়স ৪৫! ঊর্ধাঙ্গ অনাবৃত করে জলে নামলেন মালাইকা! ছড়ালেন তীব্র উষ্ণতা
কে বলবে বয়স ৪৫! ঊর্ধাঙ্গ অনাবৃত করে জলে নামলেন মালাইকা! ছড়ালেন তীব্র উষ্ণতা
Bangla Digital Desk
1/ 7
• টানটান শরীর, নির্মেদ শরীরী ভাঁজ৷ ৪৫-এর মালাইকা যেন এখনও অষ্টাদশী তন্বী ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
2/ 7
• আরবাজ খানকে ছেড়ে সদ্যই অর্জুন কাপুরের হাত ধরতে চলেছেন মালাইকা আরোরা। ডিভোর্সের পর মালাইকার সৌন্দর্য্য যেন আরও বেড়ে গিয়েছে। তাঁদের বিয়ের কানাঘুঁষোও শোনা যাচ্ছে অনেকদিন ধরেই ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
3/ 7
• দেখে কে বলবে মালাইকার বয়স পয়তাল্লিশ ৷ তাঁর ছেলে আরহানের বয়স ১৬ বছর ৷ কিন্তু তাঁকে দেখে কে বলবে? ছবি: ইনস্টাগ্রাম ৷
4/ 7
• আরবাজ খানের সঙ্গে ২০ বছরের দাম্পত্যে ফাটল ধরলেও প্রেমেই রয়েছেন বলিউডের আইটেম গার্ল ৷ নিজের থেকে ১১ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে প্রেম করছেন চুটিয়ে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
5/ 7
• সম্প্রতি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পুরনো একটি ছবি ৷ সমুদ্রে গা ভাসিয়ে দাঁড়িয়ে রয়েছেন মালাইকা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
6/ 7
• সাদা কালো ছবিটা খুব অন্যরকম ৷ ক্যাপশনটাও তাই বেশ অন্যরকম ৷ ‘ইন্টারনাল মালাইকা’ ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
7/ 7
• ছবিটিতে দূর্দান্ত লাগছে মালাইকাকে দেখতে ৷ ঊর্ধাঙ্গ অনাবৃত বা চুল দিয়ে ঢাকা ৷ আরও গভীর জলের দিকে এগিয়ে চলেছেন তিনি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
কে বলবে বয়স ৪৫! ঊর্ধাঙ্গ অনাবৃত করে জলে নামলেন মালাইকা! ছড়ালেন তীব্র উষ্ণতা
• আরবাজ খানের সঙ্গে ২০ বছরের দাম্পত্যে ফাটল ধরলেও প্রেমেই রয়েছেন বলিউডের আইটেম গার্ল ৷ নিজের থেকে ১১ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে প্রেম করছেন চুটিয়ে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷