

• আরবাজ খানকে ছেড়ে এখন অর্জুন কাপুরে মগ্ন মালাইকা আরোরা। ডিভোর্সের পর মালাইকার সৌন্দর্য্য যেন আরও বেড়ে গিয়েছে। অর্জুন-মালাইকার বিয়ের কানাঘুষোও শোনা যাচ্ছে অনেকদিন ধরেই ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


• দেখে কে বলবে মালাইকার বয়স সাতচল্লিশ ৷ তাঁর ছেলে আরহানের বয়স ১৮ বছর ৷ কিন্তু তাঁকে দেখে বোঝার উপায় নেই ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


• আরবাজ খানের সঙ্গে ২০ বছরের দাম্পত্যে ফাটল ধরলেও প্রেমেই রয়েছেন বলিউডের আইটেম গার্ল ৷ নিজের থেকে ১১ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে প্রেম করছেন চুটিয়ে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


• প্রায়শই খোলামেলা পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় ধরা দেন তিনি । কখনও তাঁর রূপের আগুনে ঝলসে যান নেটিজেনরা, কখনও আবার ট্রোলড হতে হয় মালাইকাকে ৷ তবে তাতে কুছ পরোয়া নেই নায়িকার ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


• শরীরচর্চা আর যোগব্যয়াম তো তাঁর সর্বক্ষণের সঙ্গী । প্রায়শই সেই সব ছবি আর ভিডিও পোস্ট করতে থাকেন । ছবি: ইনস্টাগ্রাম ৷