

• একসঙ্গে দু’জনেই করোনা আক্রান্ত হয়েছিলেন । বলিউডের লভ বার্ডস অর্জুন কাপুর আর মালাইকা আরোরার কথা বলা হচ্ছে ।


• একদিনের ব্যবধানে দু’জনেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তাঁরা করোনা আক্রান্ত । একজন দায়িত্বশীল নাগরিকের মতোই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছেন তাঁরা । তবে asymptomatic হওয়ায় বাড়িতে আইশোলেসনে থেকেই চিকিৎসা হয়েছে অর্জুন-মালাইকার ।


• মালাইকা ও তাঁর থেকে ১১ বছরের ছোট বয়ফ্রেন্ড অর্জুন করোনা আক্রান্ত হওয়ায় ব্যাপক ট্রোলের মুখে পড়তে হয়েছিল এই কাপলকে । এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছিলেন মালাইকার বোন অমৃতা আরোরা ।


• তবে ১৪ দিনের শেষে মালাইকা এখন সুস্থ । করোনাকে জয় করে বহুদিন পর ঘরের বাইরে পা দিলেন অভিনেত্রী ।


• সম্প্রতি একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মালাইকা । মেকআপহীন রুগ্ন-শুষ্ক চেহারা হয়ে গিয়েছে । কালো একটি মাস্ক পরে রয়েছেন তিনি । ভিক্ট্রি চিহ্ন দেখাচ্ছেন হাতে ।