

•অনেক সময়ই বলা হয় যে, একজন মানুষের মতো দেখতে আরও ৭ জন থাকে৷ অর্থাৎ জমজ নয়, তবে অনেকটাই এক রকম দেখতে হন এই এরা৷ বলিউড ইন্ডাস্ট্রিতেও রয়েছে এমন বেশ কিছু উদাহরণ৷ এবং অনেক ক্ষেত্রে একে অপরকে টেক্কা দিতেই এদের আনা হয়ে বড় পর্দায়৷


•এর মধ্যে প্রথমেই আসবে ক্যাটরিনা কাইফ ও জরিন খানের নাম৷ জরিন ও ক্যাটরিনাকে অনেকটাই এক রকম দেখতে৷ এবং কোথাও যেন ক্যাটের পাল্টা তাঁকে ছবিতে লঞ্চ করেন সলমন৷


•এর মধ্যে প্রথমেই আসবে ক্যাটরিনা কাইফ ও জরিন খানের নাম৷ জরিন ও ক্যাটরিনাকে অনেকটাই এক রকম দেখতে৷ এবং কোথাও যেন ক্যাটের পাল্টা তাঁকে ছবিতে লঞ্চ করেন সলমন৷


•তাঁদের মধ্যে দেখার মিল যেমন রয়েছে তেমনই রয়েছে ভাইজান যোগ! ক্যাটের সাফল্যের পিছনে যেমন সলমনের হাত রয়েছে, তেমনই জরিনকে সলমনই নিয়ে আসেন বলিউডে৷


•যদিও ঐশ্বর্য্য ঠোঁট, চোখ ও থুনতির গঠন কিছুটা আলাদা, তবে স্নেহার সঙ্গে তাঁর মুখের মিলও প্রচুর৷


•আর এদের মধ্যেও রয়েছে সল্লু মিঞা যোগ! সলমনের সঙ্গে ঐশ্বর্য্যের বিচ্ছেদের পরই স্নেহাকে আবিষ্কার করেন ভাইজান ও নিয়ে আসেন বলিউডে৷ লাকি ছবিতে সলমনের লাকি চার্ম হিসেব স্নেহাকে ঐশ্বর্য্যের পাল্টা হিসেবে ব্যবহার করেন সলমন৷ তবে কোনওভাবে স্নেহা তাঁর মান রাখতে পারেননি৷


•এবার আসা যাক রিনা রায় ও সোনাক্ষী সিনহার ব্যাপারে৷ দু’জন দুই প্রজন্মের অভিনেত্রী৷ তবে তাঁদের দু’জনের মুখের মিল অসম্ভব৷ আর এনিয়ে নানা গুজবও ছড়িয়ে রয়েছে বলিউডে!


•সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহার সঙ্গে বিবাহবর্ভূত সম্পর্ক ছিল রিনার৷ এবং সেই প্রেমের ব্যাপারে অনেকেই জানতেন৷ রিনা নিজেও সেকথা অনেক সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছেন৷


•তাই অনেক ক্ষেত্রে রিনার মেয়েই সোনাক্ষী বলে জল্পনা ছড়ায়৷ তবে সেটা জল্পনা মাত্র৷ তার কোনও ভিত্তিই নেই৷


•খুবই কম বয়সে বলিউডে পা রাখেন দিব্যা৷ তিনি ছিলেন সেই সময়ের হিট অভিনেত্রী৷ একের পর এক সুপারহিট ছবি তিনি উপহার দিয়েছেন সকলকে৷ তবে তাঁর আকস্মিক মৃত্যুতে থেমে যায় সেই দৌড়!


•অন্যদিকে শ্রীদেবী ছিলেন সুপারস্টার৷ দীর্ঘদিন ধরে তিনি বলিউডে আধিপত্য স্থাপন করেছেন৷ তবে তাঁর মৃত্যুও ছিল রহস্যে মোড়া, ঠিক যেন দিব্যার মত৷


•শ্রীদেবী ও দিব্যার মধ্যেও অনেক মিল নজরে আসবে৷ দু’জনই লাস্যময়ী এবং তাঁদের চোখ খুবই আকর্ষণীয়৷


•একই রকমভাবে অনেকে রবিনা ও ট্যুইঙ্কলের মধ্যে মিল খুঁজে পান৷ বিশেষ করে দুই অভিনেত্রীর মুখের নিচের দিকটায় অনেকটা মিল রয়েছে৷