1/ 5


আজ মহম্মদ রফি সাহেবের মৃত্যুদিন। ১৯৮০ সালের ৩১ জুলাই প্রয়াত হয়েছিলেন তিনি। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন লতা মঙ্গেশকর। photo source Instagram
2/ 5


লতা মঙ্গেশকরের ও মহম্মদ রফির জুটিকে বলিউড ইতিহাসের শ্রেষ্ঠ জুটি ধরা হয়। তাঁরা ১৯৪৯ সালে 'বরসাত' ছবি থেকে শুরু করে একের পর এক ৫০০ এর বেশি গান একসঙ্গে গেয়েছেন। photo source Instagram
3/ 5


রফি পঞ্জাবের ছেলে। ১৩ বছর বয়সে তিনি প্রথম মঞ্চে গান করেন। তাঁর সঙ্গে ছিলেন কে এল সাইগল। ১৯৪১ সালে তিনি শ্যাম সুন্দরের পরিচালনায় গুল বালোচ ছবির মাধ্যমে সঙ্গীতে পেশাগতভাবে অভিষেক ঘটান। ১৯৪৪ সালে তিনি মুম্বইতে চলে আসেন। photo source Instagram
4/ 5


আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পুরনো ছবি শেয়ার করে শ্রদ্ধা জানালেন লতা মঙ্গেশকর। photo source Instagram