

*আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। বলা ভাল হাতে আর সাত দিনও নেই। ফেব্রুয়ারির ১৫ তারিখেই সম্ভবত মা হবেন নবাব ঘরণী করিনা কাপুর খান। ছবি: ইনস্টাগ্রাম।


*মঙ্গলবার ছোট মেয়ে করোনা কাপুর খানের দ্বিতীয় সন্তানের জন্মের দিন, সময়ের বিষয়ে মুখ খুললেন তৈমুরের দাদু রণধীর কাপুর। ছবি: ইনস্টাগ্রাম।


*রণধীর কাপুর জানিয়েছেন, চিকিৎসকরা ১৫ ফেব্রুয়ারি ডেট দিয়েছেন। সব ঠিক থাকলে সে দিনই নবাব পরিবারে আসবে নতুন অতিথি। ছবি: ইনস্টাগ্রাম।


*সম্প্রতি ছোটে নবাব সইফ আলি খান জানিয়েছিলেন, ফেব্রুয়ারিতেই চতুর্থবারের জন্য বাবা হবেন তিনি। তবে সেদিন ঠিক কবে সেই দিন, তা জানাননি। এ দিন আদরের বেবো-র বাবা জানিয়েছেন শুভদিনের কথা। একইসঙ্গে সকলে কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন অতিথির জন্য, সেটা জানাতে ভোলেননি। ছবি: ইনস্টাগ্রাম।


*করোনার জেরে গর্ভাবস্থার প্রথম দিনে এক্কেবারে ঘরবন্দি থাকলেও, লকডাউন শিথিল হওয়ার পরে চুটিয়ে কাজ করেছেন করিনা। এমনকি মুম্বইয়ের বাইরে উড়ে গিয়েছেন শুটিংয়ের জন্য। ছবি: pinkvilla।


*এখনও রোজই করিনাকে বাড়ির বাইরে দেখা যায়। কখনও বন্ধুদের সঙ্গে আবার কখনও আদরের টিমটিমকে নিতে আবার কখনও করিশ্মার বাড়িতে যেতে। সম্প্রতি করণ জোহরের যমজ সন্তানের জন্মদিনেও দেখা গিয়েছে গ্ল্যামারস 'মম টু বি' করিনাকে। ছবি: ইনস্টাগ্রাম।


*এ দিকে, তৈমুর এখন চার বছরের। ফলে বুঝতে শিখেছে সে সবও। তাই মা-বাবার সঙ্গে এখন পরিবারে নতুন অতিথি আসার দিন গুনছে সে ও। ছবি: ইনস্টাগ্রাম।