

• প্রায় এক মাসের লম্বা ছুটি ভালই কাটল পাহাড়ের কোলে, হালকা শীতের আমেজে, সবুজে ঢাকা প্রকৃতির মধ্যে । দিওয়ালির সময় মুম্বই থেকে ধরমশালায় উড়ে গিয়েছিলেন করিনা কাপুর খান ও তৈমুর আলি খান পতৌদি । উদ্দেশ্য ছিল ছুটি কাটানো ।


• ধরমশালায় সইফের পরবর্তী ছবি ‘ভূত পুলিশ’-এর শ্যুটিং চলছিল । তাই একান্তে পারিবারিক সময় কাটাতে গোটা সময়টা একসঙ্গেই কাটানোর সিদ্ধান্ত নেন বেবো । অন্যদিকে, দ্বিতীয়বার সন্তান সম্ভবা করিনার নিজেও চাইছিলেন কাজ থেকে একটু বিরত থাকতে । তাই ‘লাল সিং চাড্ডা’র শ্যুটিং শেষ করেই স্বামীর কাছে ছুটি কাটাতে চলে গিয়েছিলেন তিনি ।


• অবশেষে সোমবার ফিরে এলেন মুম্বইতে । বেবো পরেছিলেন সাদা সালোয়ার এবং সাদা পালাজো । স্বচ্ছ পোশাকের মধ্যে থেকে ভীষণই স্পষ্ট বোঝা যাচ্ছিল তাঁর বেবি বাম্প ।


• হিমাচলের ধরমশালা ও পালামপুরে সইফের শ্যুটিং ও ফ্যামিলি টাইম, দু’টোই একসঙ্গে এনজয় করলেন তারকা দম্পতি । ছোট্ট তৈমুরকে নিয়ে কখনও মাটির পাত্র তৈরির ক্লাস, কখনও কেক বানানোর ক্লাসে যোগ দিলেন করিনা-সইফ ।