Kareena Kapoor Khan: ঊরু পর্যন্ত চেরা পোশাক, ছেলে হওয়ার ৩০ দিনের মাথায় শ্যুটিং ফ্লোরে 'নতুন মা' করিনা, Viral...
২১ ফেব্রুয়ারি ছেলে হয়েছে। দ্বিতীয়বার ছেলের মা হয়েছেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছোট নবাব পুত্রের জন্ম দিয়েছেন তিনি।


*২১ ফেব্রুয়ারি ছেলে হয়েছে। দ্বিতীয়বার ছেলের মা হয়েছেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছোট নবাব পুত্রের জন্ম দিয়েছেন তিনি। ছবিঃ সংগৃহীত।


*ছেলে হওয়ার ঠিক ৩০ দিনের মাথায় শুটিং ফ্লোরে ফিরলেন নবাব ঘরনী। সোমবার বান্দ্রা শহরতলির একটি স্টুডিয়োতে শুটিং করতে দেখা গিয়েছে তাঁকে। ছবিঃ সংগৃহীত।


*এ দিন করিনাকে দেখা গিয়েছে বেবি ব্লু একটি ড্রেসে। ঊরু পর্যন্ত চেরা পোশাক, নতুন হেয়ার স্টাইলে করিনার দিক থেকে চোখ ফেরানো দায়। ইতিমধ্যেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ছবিঃ সংগৃহীত।


*এ দিন করিনা শুটিং শুরু করার পরেই নেটিজেনরা তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। সিজার করে ছেলে হয়ার মাত্র ৩০ দিনের মাথায় কীভাবে কাজের জায়গায় ফিরলেন তিনি, তা নিয়েও বিষ্ময় প্রকাশ করেছেন অনেকে। ছবিঃ সংগৃহীত।


*এ দিন করিনা যখন শুটিং ফ্লোরে যখন নামেন, তাঁকে ঘিরে ছিল নিরাপত্তারক্ষীরা। বাড়িতে ছেলে থাকায় খুবই সাবধানে কাজ করতে হবে তাঁকে। তাই কোনওভাবেই যাতে কেউ নিরাপত্তার ফাঁক গলে তাঁর কাছে চলে না আসে, তার ওপর তীক্ষ্ণ নজর থাকবে। ছবিঃ সংগৃহীত।