

• সইফ-করিনার ঘরে এল নতুন অতিথি। একরত্তিকে নিয়ে বেজায় খুশি নতুন দাদা তৈমুর। ক্যামেরার সামনে তাঁকে নিয়ে পোজও দিয়েছে সে। আর সেই ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবি: ইনস্টাগ্রাম।


• শুধু দাদা তৈমুর নয়। সদ্যোজাতকে নিয়ে দেখা গিয়েছে নবাব ঘরণীকেও। ফলে এই ছবিই করিনার দ্বিতীয় সন্তানের ছবি কিনা, তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। ছবি: ইনস্টাগ্রাম।


• ২১ ফেব্রুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বেবো । কিন্তু তারপর থেকে আর একবারও প্রকাশ্যে আসেননি বেগমজান । নবজাতকের কোনও ছবিও সামনে আসতে দেননি তাঁরা । ছবি: ইনস্টাগ্রাম।


• ফলে খুব স্বাভাবিকভাবেই উত্তেজনার পারদ চড়ছে প্রতিদিন । সকলেই মুখিয়ে আছেন পতৌদি পরিবারের সর্বকনিষ্ঠ সদস্যকে দেখার জন্য । আর তার মধ্যেই তৈমুরের কোলে এক নবজাতকের পুরনো ছবি নতুন করে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় । ছবি: ইনস্টাগ্রাম।


• জানা গিয়েছে, শিশুটি করিনা কাপুর খানের টিমের সদস্যা নয়না সোহানের। গত ৩০ অগাস্ট মা হয়েছেন নয়না। তাই মেয়েকে নিয়েই করিনার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন তিনি। সে সময়ই তৈমুর এবং করিনা তার সঙ্গে ছবি তোলেন। ছবি: ইনস্টাগ্রাম।