

*বাবা রণধীর কাপুরের ৭৪ তম জন্মদিনের রাতে বাপের বাড়ি থেকে শেষবারের জন্য বাড়ি ফিরতে দেখা গিয়েছিল নবাব ঘরণী করিনা কাপুর খানকে। তারপরে তৈমুরকে সইফের সঙ্গে দেখা গেলেও, দেখা মেনেনি নায়িকার। ফলে নবাব পরিবারে নতুন অতিথি আসার জল্পনা একধাক্কায় বেড়ে গিয়েছে কয়েকগুণ। ছবি: ইনস্টাগ্রাম।


*ফেব্রুয়ারির ১০ তারিখ নাগাদ বেবো-র বাবা রণধীর কাপুর জানিয়েছিলেন, ১৫ ফেব্রুয়ারি নাগাদ চিকিৎসকরা ডেট দিয়েছেন। ফলে সেরকম সময় ভূমিষ্ঠ হবে সন্তান। তার আগে অবশ্য ছোটে নবাব জানিয়েছিলেন ফেব্রুয়ারিতেই তিনি চতুর্থ সন্তানের বাবা হবেন। ছবি: ইনস্টাগ্রাম।


*১৫ ফেব্রুয়ারি পেরিয়েছে। কিন্তু করিনাকে ১৫ ফেব্রুয়ারি রাতের পরে আর বাড়ির বাইরে দেখা যায়নি। আজ ১৭ ফেব্রুয়ারি, ফলে স্বাভাবিকভাবেই নেটিজেনদের মধ্যে জল্পনা বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে টিমটিম-র ভূমিষ্ঠ হওয়ার দিনের হাসপাতালের ছবি। ছবি: ইনস্টাগ্রাম।


*নেটাগরিকদের একাংশের দাবি, করিনা সন্তানের জন্ম দিয়ে থাকতেও পারেন অথবা তিনি হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার জন্য ভর্তি হয়েছেন। তাই তাঁকে বাইরে দেখা যাচ্ছে না। সেই জল্পনাকে উস্কে দিয়েছে মঙ্গলবারের রণধীর-ববিতার ছবি। ছবি: ইনস্টাগ্রাম। ছবি: ইনস্টাগ্রাম।


*মঙ্গলবার করিনার বাবা-মা, রণধীর কাপুর এবং ববিতাকে মুম্বইয়ের বান্দ্রার মাউন্ট মেরি চার্চে প্রার্থনা করতে দেখা গিয়েছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই করিনার সন্তান আসার বিষয়ে আরও খানিকটা ইতিবাচক হাওয়া লেগেছে। ছবি: ভাইরাল ভয়ানি ইনস্টাগ্রাম পেজ।