Kareena Kapoor Khan: হিংসা নেই, ভালবেসে ভাইকে প্রথম উপহার তৈমুরের, ৪ জনের প্রথম ছবি পোস্ট করে করিনা লিখলেন...
২১ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের জন্য মা হয়েছেন বলি অভিনেত্রী করিনা কাপুর খান। চতুর্থবারের জন্য বাবা হয়েছেন ছোটে নবাব সইফ আলি খান। দাদা হয়েছে ছোট্ট তৈমুর। তবে আজই প্রথম চারজনের ছবি শেয়ার করলেন করিনা।


*২১ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের জন্য মা হয়েছেন বলি অভিনেত্রী করিনা কাপুর খান। চতুর্থবারের জন্য বাবা হয়েছেন ছোটে নবাব সইফ আলি খান। দাদা হয়েছে ছোট্ট তৈমুর। তবে আজই প্রথম চারজনের ছবি শেয়ার করলেন করিনা। ছবি: ইনস্টাগ্রাম।


*তৈমুর জন্মের পর থেকেই নেটিজেনদের চোখের মনি। খাওয়া থেকে ঘুম, মা-বাবার সঙ্গে আউটিং তৈমুড়কে দেখা জন্য মুখিয়ে থাকেন সকলে। বলা ভাল, এত কম বয়সেই স্টারকিডের তকমা পেয়ে গিয়েছে সে। পাপারাৎজিরা ক্যামেরা তাক করে থাকেন বাবা-মায়ের আদরের টিম-কে দেখার জন্য। ছবি: ইনস্টাগ্রাম।


*ছোট্ট টিম এখন দাদা। ভাই হওয়ার পর থেকে তার দায়িত্ব বেড়েছে। তবে ভাইয়ের সঙ্গে এক ফ্রেমে এখনও দেখা যায়নি তাকে। কারণ ছোট ছেলে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই সাবধানী নবাব দম্পতি। তারা চাইছেন না তৈমুরের মতো তাঁকেও সারাদিন ধীরে থাকুক পাপারাৎজিরা। তারকা দম্পতি স্পষ্ট জানিয়েছেন, তাঁরা যখন মনে করবেন তখনই ছেলেকে সামনে নিয়ে আসবেন। ছবি: ইনস্টাগ্রাম।


*তবে তাঁরা মুখে যাই বলুন, নেটিজেনরা মুখিয়ে রয়েছেন 'নবাব পুত্তর'কে দেখা জন্য। করিনা অবশ্য আন্তর্জাতিক নারী দিবসের দিন ছেলেকে কোলে নিয়ে একটি শেয়ার করেছিলেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তবে সেখানে খুদের মুখ দেখা যায়নি। ছবি: ইনস্টাগ্রাম।


*এ দিকে তৈমুর কিন্তু আগের মতোই জনপ্রিয়। ভাইয়ের সঙ্গে তাঁকে দেখা না গেলে বাইরে ব্যালকনিতে খেলার সময় বা বাবার সঙ্গে যখনই বান্দ্রার নতুন বাড়ির বাইরে বেরিয়েছে সে, তখনই তাঁকে ধাওয়া করেছে পাপারাৎজিরা। সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। ছবি: ইনস্টাগ্রাম।


*তবে মঙ্গলবার বড় ছেলের ছবি শেয়ার করেছেন করিনা নিজেই। ছবিতে তৈমুরকে দেখা যাচ্ছে শেফ-এর ভূমিকায়। একদম ঠিক ধরেছেন, ভাই বাড়িতে আসার পরে তাঁকে উপহার দিতে নিজেই নেমে পড়েছে ময়দানে। একা একাই 'বেকিং' শুরু করে দিয়েছে। ছবি: ইনস্টাগ্রাম।


*করিনার শেয়ার করা ছবিতে টিমটিমকে একটি বেকিং তঁরে হাতে দেখা গিয়েছে। সেখানে সে তৈরি করে করেছে চারটি চরিত্র। বাবা, মা, সে এবং ছোট্ট ভাই রয়েছে একই ফ্রেমে। জানা গিয়েছে, কুকিজ তৈরির 'ডো' দিয়ে চারজনকে তৈরি করেছে সে।ছবি: ইনস্টাগ্রাম।