

• মা হতে চলেছেন বেবো । দ্বিতীয়বার সন্তানের জন্ম দেবেন ৩৯ বছরের করিনা কাপুর খান । গত সপ্তাহেই সুখবরটি জানিয়েছেন তিনি । নতুন সদস্যের আগমণের অপেক্ষায় এখন দিন গুণছে পতৌদি পরিবার । প্রতীকী চিত্র ।


• এই নিয়ে চতুর্থবার বাবা হতে চলেছেন সইফ । খুবই খুশি ছোটে নবাব । সারা, ইব্রাহিম, তৈমুরের পর এখন নতুন সদস্যের জন্য প্রতীক্ষা করছেন সইফ । প্রতীকী চিত্র ।


• জানা গিয়েছে, ২০২১-এর মার্চে সন্তানের জন্ম দেবেন করিনা । এখন তাঁর মাস পাঁচেকের গর্ভাবস্থা চলছে । প্রতীকী চিত্র ।


• করিনার বাবা রণধীর কাপুর জানিয়েছেন, ‘‘ওঁরা এ বার চার জনের পরিবার হবে ৷ আমি অনেকদিন সেটা চাইছিলাম৷ তৈমুরের একজন খেলার সঙ্গীর খুব দরকার ।’’


• প্রেগন্যান্সি নিয়ে বরবারই ভীষণ ক্যাজুয়াল করিনা । কোনও গোপনীয়তা নেই । তৈমুরের সময়েও চুটিয়ে কাজ করেছিলেন শেষ দিন পর্যন্ত । এ বারেও মাঝেমধ্যেই বেবি বাম্পে দেখা মিলছে বেবোর ।