

বরাবরই স্পষ্টবক্তা কঙ্গনা রানাওয়াত। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে দফায় দফায় বলিউডের নেপোটিজম, মাফিয়ারাজ নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে চলেছেন বলিউডের ক্যুইন। বি-টাউনের স্বজনপোষণ আর উন্নাসিকতা নিয়ে এর আগেও বহুবার সরব হয়েছেন তিনি। এও দাবি করেন, সুশান্তের মৃত্যু নিয়ে যা-যা বলেছেন, তা প্রমাণ করতে না পারলে পদ্মশ্রী পুরস্কারও ফিরিয়ে দেবেন। সুশান্তের মৃত্যুর পর থেকেই মহেশ ভাট, করণ জোহর-সহ বলিউডের নেপো কিডদের লাগাতার আক্রমণ করে চলেছেন কঙ্গনা। সুশান্ত মামলায় রিয়াকে সমসর্থ করায় আক্রমণ করেন আয়ুষ্মান খুরানাকেও। ছাড় মেলেনি দীপিকা পাড়ুকোনেরও! বলেন, পদ্মাবতী ডিপ্রেশন নিয়ে ব্যবসা করছেন! এবার আক্রমণ করলেন সৈফ আলি খানের কন্যা সারা আলি খানকে!


কঙ্গনার বক্তব্য, কেদারনাথের আউটডোর শ্যুটিংয়ে সুশান্ত আর সারা এক ঘরেই থাকতেন! তাঁদের মধ্যে দিব্য প্রেম চলছিল। বলিউডের কুইন-এর প্রশ্ন, '' কেন এই 'ফ্যান্সি নেপোটিজম কিড'-রা সুশান্তের মত বহিরাগতদের সঙ্গে প্রেমের স্বপ্ন দেখায়, তারপর তাঁদের প্রকাশ্যে ছুঁড়ে ফেলে?''


কঙ্গনা ট্যুইটে সারা আলি খানকে 'শকুন' বলে আক্রমণ করেন! 'টিম কঙ্গনা রানাওয়াত'-এর তরফে ট্যুইট করা হয়, ''সত্যি কোনও সন্দেহ নেই যে সুশান্ত একটি শকুনের প্রেমে পড়েছিলেন।''


সম্প্রতি, সুশান্তের ফ্ল্যাটমেট স্যামুয়েল হাওকিপ সুশান্ত ও সারার প্রেম নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন৷ তিনি দাবি করেছেন যে, তাঁদের মধ্যে গভীর প্রেম ছিল৷ এই নিয়ে কঙ্গনাও মুখ খুলেছেন৷ তিনি ট্যুইটে লেখেন, তাঁর স্থির বিশ্বাস, সারা ও সুশান্ত প্রেমে আবদ্ধ ছিলেন। তবে মুভি মাফিয়া আর ইন্ডাস্ট্রির প্রচণ্ড চাপে সেই সম্পর্কে ভেঙে গিয়েছে।


কঙ্গনা ট্যুইট করেন, 'আমি বিশ্বাস করি সারা নিশ্চয়ই সুশান্তকে ভালবাসতেন৷ সুশান্ত বোকা ছিলেন না যে কোনও মেয়ের প্রকৃত ভালবাসা না বুঝে তাঁকে মন দিয়ে বসবেন৷ কিন্তু সারা নিশ্চয়ই চাপে পড়ে গিয়েছিলেন৷ ঠিক এরকমই হৃতিকের সঙ্গে আমার সম্পর্কও খুব খাঁটি ছিল৷ কিন্তু তারপর যে কীভাবে সব পাল্টে গেল তা আমার কাছে এখনও রহস্য হয়েই রয়ে গিয়েছে৷''