হোম » ছবি » বিনোদন » মন ছুঁয়ে গেল সবার! ১৯৭১-এর ইন্দো-পাক যুদ্ধের নায়কের পা ছুঁলেন বলিউডের খিলাড়ি

মন ছুঁয়ে গেল সবার! ১৯৭১-এর ইন্দো-পাক যুদ্ধের নায়কের পা ছুঁলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার

  • Bangla Editor

  • 16

    মন ছুঁয়ে গেল সবার! ১৯৭১-এর ইন্দো-পাক যুদ্ধের নায়কের পা ছুঁলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার

    বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার তাঁর নিত্য নতুন কার্যকলাপ বা স্টাইলে সবারই মন জয় করেন ৷ শুধুই ছবিতে নয়, মানুষের মনে তিনি রাজত্ব করেন ৷ তিনি ফের একবার সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়েছেন এবার ঘটনাটি দেখতে পাওয়া গিয়েছে রাজস্থানের জয়সালমেরে ৷ যেখানে অক্ষয় কুমারের দেখা হয়েছিল ১৯৭১ সালে বারত-পাক যুদ্ধের নায়ক ভ্যারু সিং-এর সঙ্গে দেখা হয়েছে ৷ সব তেকে শিক্ষনীয় বিষয় এটাই অক্ষয় কুমার ব্যারু সিং-এর সঙ্গে দেখা হতেই তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছেন ৷ এই ঘটনায় ফউপস্থিত মানুষের মন জয় করেছেন, অক্ষয়ের প্রতি তাঁদের ভালবাসা ও শ্রদ্ধা আরও বাড়ে ৷

    MORE
    GALLERIES

  • 26

    মন ছুঁয়ে গেল সবার! ১৯৭১-এর ইন্দো-পাক যুদ্ধের নায়কের পা ছুঁলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার

    আসলে সেনা উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বলিউড অভিনেতা অক্ষয় কুমার সবারই মন জয় করেছেন ৷ তাঁর এই কীর্তিতে সেনাকর্মীদের মন ভরে গিয়েছে ৷ ১৯৭১-এর যুদ্ধে আসল নায়ককে দেখতে পেয়েছেন তখন তাঁর পা না ছুঁয়ে থাকতে পারেননি অক্ষয় কুমার ৷

    MORE
    GALLERIES

  • 36

    মন ছুঁয়ে গেল সবার! ১৯৭১-এর ইন্দো-পাক যুদ্ধের নায়কের পা ছুঁলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার

    বর্ডার ছবিতে সুনীল শেট্টি ১৯৭১ সালের যুদ্ধের নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন কিন্তু অক্ষয় কুমার আজ সেই চিরন্তন নায়কের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছেন ৷ এই ঘটনার সাক্ষী থেকে সবাই অক্ষয় কুমারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এমনকী অক্ষয় কুমারর সঙ্গে তাকা কৃতি শ্যাননকেও ভাবতে বাধ্য করিয়েছে ৷

    MORE
    GALLERIES

  • 46

    মন ছুঁয়ে গেল সবার! ১৯৭১-এর ইন্দো-পাক যুদ্ধের নায়কের পা ছুঁলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার

    কে এই ভ্যারু সিং: বীর সুরমাও-এর ঘপা শেরগড়ের সোলারিয়াতলা গ্রামে জন্ম হয়েছিলে ভ্যারু সিং-এর ১৯৭১ সালে জয়সালমেরে অবস্থিত বিএসএফে লাঙ্গেবালা পোস্টে ১৪ নম্বর ব্যাটালিয়নে পোস্টিং ছিল তাঁর ৷ সেই খানেই জগত তাঁর শৌর্য দেখেছে পাক সেনাদের উচিৎ শিক্ষা দেওয়ার পর থেকেই তাঁকে চিনতে পারেন মানুষ ৷

    MORE
    GALLERIES

  • 56

    মন ছুঁয়ে গেল সবার! ১৯৭১-এর ইন্দো-পাক যুদ্ধের নায়কের পা ছুঁলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার

    ভারত-পাক সীমাতে লাঙ্গেওয়ালা পোস্টে মেজর কুলদ্বীপ সিং-এর ১২০ কম্পানি সেনাবাহিনীর সঙ্গে মিলে একের পর এক পাক ট্যাঙ্কার ধ্বংস করে সৈনিকদের মেরেছে ৷ শেরগড়ের সুরমা ভ্যারু সিং এমএফজির কাছে ৩০ পাকিস্তানি শত্রুদ্রের মেরে ফেলেছিলেন ৷

    MORE
    GALLERIES

  • 66

    মন ছুঁয়ে গেল সবার! ১৯৭১-এর ইন্দো-পাক যুদ্ধের নায়কের পা ছুঁলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার

    শৌর্য ও বীর্যে পরিপূর্ণ ভ্যারু সিং-এর জীবনী সংকলিত ছবি বর্ডার ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল ৷ ছবিতে দেখানো হয়েছিল ভ্যারু সিং শহিদ হয়েছিলেন ৷ কিন্তু বাস্তবে আজও সুস্থ-স্বাভাবিক ভাবে বেঁচে আছেন তিনি ৷

    MORE
    GALLERIES