বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার তাঁর নিত্য নতুন কার্যকলাপ বা স্টাইলে সবারই মন জয় করেন ৷ শুধুই ছবিতে নয়, মানুষের মনে তিনি রাজত্ব করেন ৷ তিনি ফের একবার সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়েছেন এবার ঘটনাটি দেখতে পাওয়া গিয়েছে রাজস্থানের জয়সালমেরে ৷ যেখানে অক্ষয় কুমারের দেখা হয়েছিল ১৯৭১ সালে বারত-পাক যুদ্ধের নায়ক ভ্যারু সিং-এর সঙ্গে দেখা হয়েছে ৷ সব তেকে শিক্ষনীয় বিষয় এটাই অক্ষয় কুমার ব্যারু সিং-এর সঙ্গে দেখা হতেই তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছেন ৷ এই ঘটনায় ফউপস্থিত মানুষের মন জয় করেছেন, অক্ষয়ের প্রতি তাঁদের ভালবাসা ও শ্রদ্ধা আরও বাড়ে ৷