

নয়া অবতারে জ্যাকলিন। দেখে মনে হচ্ছে ভক্তদের জন্য বড় চমক আনতে চলেছে বলিউডের ডিভা গ্ল্যামারাস জ্যাকলিন ফার্নান্ডেজ। বুধবার দিন একটি ইনস্টিটিউশনে ব্যালেরিনা পোশাক পড়ে নিজের কয়েকটি চমকপ্রদ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।


কী বলছেন ভক্তদের উদ্দ্যেশে নায়িকা? না এত সহজ নয় ব্যাপারটা। রহস্য রেখে অভিনেত্রী লিখেছেন, "শীঘ্রই আসছি আপনার কাছে"। এমনিতেই নায়িকা নিজের ফিটনেস নিয়ে ভীষণ সচেতন। মাঝে মধ্যে তাঁর যোগ-ব্যায়ামের ঝলক দেখা যায় ইনস্টাগ্রামে।


বলা বাহুল্য, জ্যাকলিনের এই ছবিগুলি ইন্টারনেটে আগুন ধরিয়ে দেয় একেবারে। কেবল তার ইনস্টা ফ্যামিলি নয়, বলিউড তারকারাও তার কমেন্ট বক্সে শুভেচ্ছার বন্যা ভাসিয়ে দিয়েছেন।


নিজের ফিটনেস নিয়ে বরাবর সচেতন শিল্পা শেট্টি। জ্যাকলিনের পোস্টে তিনি মন্তব্যটি প্রথম লিখেছেন: "উফ! তোমাকে দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি!"। একই সঙ্গে বলিউডের অন্যতম নায়িকা ইয়ামি গৌতমও লিখেছেন: "দারুণ"।