

• জ্যাকলিন ফার্নান্ডেজ। এই নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক ঝকঝকে হাসির মিষ্টি মেয়ের মুখ। বলিউড অভিনেত্রী জ্যাকলিন জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। সম্প্রতি তাঁর কিছু ছবিতে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ছবি--ইনস্টাগ্রাম ।


• জ্যাকলিন মানেই সীমাহীন সৌন্দর্য্য, ভরপুর আবেদন, বোল্ড লুক, সেক্সি ফিগার, মাখন কোমল ত্বক, দূর্দান্ত নাচের ঠুমকা...আরও অনেক কিছু । এক কথায় সম্পূর্ণ ক্যাকেজ তিনি । ছবি--ইনস্টাগ্রাম ।


• পুরুষদের রাতের ঘুম কেড়ে নিতে তাঁর জুড়ি মেলা ভার । মেয়েরাও তাঁর রূপে মুগ্ধ । কখনও ব্যালেরিনা, কখনও পোল ডান্স, কখনও যোগা, কখনও বিকিনি লুক আবার কখনও সনাতনী...সবেতেই তিনি আছেন । ছবি--ইনস্টাগ্রাম ।


• সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ এই শ্রীলঙ্কান সুন্দরী । আর সেখানেই একের পর এক নজরকাড়া রূপে ছবি পোস্ট করতে থাকেন । ছবি--ইনস্টাগ্রাম ।


• এ বার পোস্ট করেছেন সাদা-কালো একটি ছবি । যা দেখে নতুন করে জ্যাকের সৌন্দর্য্যে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা । ছবি--ইনস্টাগ্রাম ।