

বলিউডের সেলিব্রিটিদের ভক্তরা প্রায়ই ভেবে থাকেন কেমন দেখতে ছিলেন তাঁদের প্রিয় তারকারা শৈশবে? এই কারণেই বিভিন্ন সময়েই তারকারা নিজেদের শৈশবের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে থাকেন ৷ সম্প্রতি অত্যন্ত সুন্দরী অভিনেত্রী শৈশবকে স্মরণ করতে করতে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যা দুর্দান্ত গতিতে ভাইরাল হয়েছে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


শৈশবে অত্যন্ত সুন্দরী মি,্টি দেখতে ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন শৈশবের এক দুর্দান্ত ছবি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


জ্যাকলিনের শৈশবের ছবি শেয়ার করতেই তাতে লাইক করেছেন শিল্পা শেট্টি, ইয়ামি গৌতম, প্রীতি জিন্টা, মণীষ পাল, উর্বশী রাউটেলা-সহ সেলিব্রিটিরা ৷ শিল্পা শেট্টি কমেন্টে লিখেছেন অদ্ভূদ, উর্বশী লিখেছেন বাহঃ, ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


নিজের ছবির সঙ্গে সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজ সোশ্যাল মিডিয়ার শিরোনামে থাকেন ৷ লকডাউনের সময়ে জ্যাকলিন সলমনের সঙ্গে সময় কাটিয়েছিলেন তাই নিয়েও তিনি খবরের শিরোনামে এসেছেন ৷ জ্যাকলিন বিগত দিনগুলিতে ভয়, ভীতির বিষয়েও জানিয়েছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


শ্রীলঙ্কার মডেলিং করার পরে বলিউডে অভিনয় করতে এসেছেন ৷ জ্যাকলিনের প্রথম অভিনয় করা হিন্দি ছবি আলাদিন ৷ রীতেশ দেশমুখ ও আমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছিলেন এক এলিয়ানের ভূমিকায় ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


জ্যাকলিনের আগামী ছবি অটেক শীঘ্রই মুক্তি পাবে, জন আব্রাহাম ও রাকুলপ্রীত সিং-এর সঙ্গে অভিনয় করেছেন ৷ এছাড়াও সইফ আলি খান, অর্জুন কাপুর ও ইয়ামি গৌতমের সঙ্গে ভূত পুলিশ ছবিতে কাজ করেছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷