সকালে সারার সঙ্গে ভ্যালেন্টাইন রিলিজ লভ আজ কল-এর জোরকদমে প্রচার, আর সন্ধেয় করিনার সঙ্গে হাতে হাত জড়িয়ে দেখা মিলল কার্তিকের ৷ পর্দায়, ক্যামেরা সামনে, ক্যামেরার পিছনে সারার সঙ্গে হাতে হাত, চোখে চোখে রেখে ঘোরা কার্তিক সারার সৎ মায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কী করছেন ! চোখ কপালে তোলার আগে জেনে নিন আসল ঘটনাটা ৷