1/ 5


১৪ ফেব্রুয়ারি ২০১৯ কেঁপে উঠেছে গোটা ভারত ৷ কাশ্মীরে সেনা কনভয়ে ফিঁদায়ে হামলার ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশ ৷ সন্ত্রাস উপড়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের আহ্বান সকলের পিছিয়ে নেই বলিউডি সেলিব্রিটিরাও ৷
2/ 5


জঙ্গি হামলায় সেনা জওয়ানরদের মৃত্যুর ঘটনাকে দুঃখজনক বলেছেন URI The Surgical Strike -র নায়ক ভিকি কৌশল ৷ তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷
3/ 5


উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক ছবি সত্যি ঘটনার প্রেক্ষিতে বানানো হয়েছে . ভারতীয় সেনবাহিনীর সফল এক মিশনের সত্যি ঘটনা সেলুলয়েডে গল্প হিসেবে উঠে এসেছে ৷
4/ 5


ছবিতে এক আর্মি অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন ভিকি ৷ এবার সত্যি ঘটনার সেনা জওয়ানদের প্রতি নিজের সমবেদনা জানিয়েছেন তিনি ৷