

• ফের বিয়ের সানাই বাজার অপেক্ষা । শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ‘মহাদেব’, ‘নাগিন’-খ্যাত বাঙালি অভিনেত্রী মৌনি রায় । ছবি-ইনস্টাগ্রাম ।


• বহুদিন আগে মৌনির সঙ্গে বলি-পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের প্রেমের খবর রটেছিল । কিন্তু সেই সমস্ত গুঞ্জনকে মিথ্যে করে এ বার দুবাইয়ের পাত্রকে মনে ধরেছে মৌনির । ছবি-ইনস্টাগ্রাম ।


• শোনা গিয়েছে, হবু জামাই এবং তাঁর বাড়ির লোকেদের সঙ্গেও প্রাথমিক আলাপচারিতা সেরে ফেলেছেন মৌনির বাবা-মা । সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ‘গোল্ড’-এর নায়িকা । জানা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি মেয়ের বিয়ে দিতে চান মৌনির বাবা-মা । ছবি-ইনস্টাগ্রাম ।


• দুবাইয়ের বাসিন্দা সূরজ নামবিয়া পেশায় ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার । লকডাউনের মধ্যে দীর্ঘ সময় দুবাইতে কাটিয়েছেন মৌনি । সে সময়ই সূরযের সঙ্গে তাঁর প্রেমের রসায়ন আরও জমে উঠেছে । ছবি-ইনস্টাগ্রাম ।