1/ 5


♦ প্রেমের দিনটা জঙ্গি হানায় এক লহমায় হয়ে উঠেছিল রক্তাক্ত ৷ উত্তপ্ত হয়ে উঠেছিল ভুস্বর্গ ৷ পুলওয়ামায় জঙ্গি হানা কেড়ে নিয়েছে ৪২ জন তরতাজা জওয়ানের প্রাণ ৷
2/ 5


♦ এই ঘটনার পর সোচ্চার হয়েছে গোটা দেশ ৷ সমাজের বিভিন্নস্তরে উঠেছে নিন্দার ঝড় ৷ পিছিয়ে নেই বলিউডও ৷
4/ 5


♦ এ বার পদক্ষেপ নিল ‘টোটাল ধামাল’টিম ৷ এদিন অজয় দেবগন ট্যুইটারে স্পষ্ট করে দিয়েছেন, যে এখন যা পরিস্থিতি চলছে, তাতে এই মুহূর্তে পাকিস্তানে টোটাল ধামাল রিলিজ করা যাবে না ৷