সুশান্ত সিং রাজপুত মৃত্য মামলা: 'আমি সুশান্তকে খুব ভালোবাসতাম,' সুপ্রিম কোর্টে বললেন রিয়া
সুপ্রিম কোর্টে রিয়া বলেন, 'আমি সুশান্ত সিং রাজপুতকে ভালোবাসতাম৷ ওর মৃত্যুর পর থেকে আমি মানসিক ভাবে বিপর্যস্ত৷ কিন্তু আমাকেই বর্তমানে কাঠগড়ায় তোলা হচ্ছে৷'


সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর আবেদনের শুনানি চলছে৷ মঙ্গলবার শুনানি চলাকালীন রিয়ার আইনজীবী শীর্ষ আদালতে জানান, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে রিয়া চক্রবর্তী মানসিক ভাবে বিধ্বস্ত৷


সুপ্রিম কোর্টে রিয়া বলেন, 'আমি সুশান্ত সিং রাজপুতকে ভালোবাসতাম৷ ওর মৃত্যুর পর থেকে আমি মানসিক ভাবে বিপর্যস্ত৷ কিন্তু আমাকেই বর্তমানে কাঠগড়ায় তোলা হচ্ছে৷'


রিয়ার আইনজীবী সুপ্রিম কোর্টে বলেন, বিহার নির্বাচনের জন্য এই মামলাকে এত বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে৷ সংবাদমাধ্যমগুলির বিচারসভায় আগেই দোষী দাবি করা হচ্ছে রিয়াকে৷ তার জেরে প্রচণ্ড ভাবে মানসিক যন্ত্রণা হচ্ছে তাঁর৷


২৮ বছর বয়সি রিয়া সুপ্রিম কোর্টে হলফনামায় জানিয়েছেন, তাঁকে রাজনৈতিক বলির পাঁঠা করা হচ্ছে৷ এটা উচিত নয়৷ পটনায় তাঁর বিরুদ্ধে এফআইআর-এর জন্য বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকেই দায়ী করেছেন তিনি৷ তবে বিহার সরকারের তরফে এই অভিযোগের বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷


সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় বিহার সরকারও চেয়েছিল সিবিআই তদন্ত হোক৷ বিহার পুলিশে প্রথম এফআইআর-এ রিয়ার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়৷